ময়মনসিংহের গফরগাঁও টু ভালুকা সড়কে শিবগঞ্জ বাজার রাস্তা পার হতে গিয়ে লড়ির চাপায় হোটেল ব্যবসায়ী নিহত হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) রাতে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত হোটেল ব্যবসায়ী রফিকুল ইসলাম (৬৫) রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়,শিবগঞ্জ বাজারের হোটেল ব্যবসায়ী ইসলাম। সে গত একমাস পূর্বে মুক্ত বাংলা নামে একটি নতুন হোটেল চালু করে। বাজারের বাসস্ট্যান্ড মোড় এলাকায় রাস্তা পার হয়ে হোটেলে যাওয়ার পথে একটি লড়ি তাকে চাঁপা দেয়। পরে স্থানীয়রা এসে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম ঘটনাটি নিশ্চিত করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন