বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১৩ মার্চ, ২০২২

জেলের জালে উদ্ধার হলো নিখোঁজ শিশু আবির!

নিখোঁজের ১৫ ঘন্টা পর মৃত অবস্থায় স্থানীয় জেলেদের জালে পাওয়া গিয়েছে নিখোঁজ শিশু আবিরের (৭) মরদেহ। রোববার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের একটি পুকুরে পাওয়া যায় শিশুটির মরদেহ। আবির ইন্দ্রনারায়নপুর গ্রামের মো. সুজন মোল্লার ছেলে।

স্থানীয়রা বলেন, আবির শনিবার (১২ মার্চ) বিকেলে স্থানীয় শিশুদের সাথে বাড়ীর পাশে মাঠে খেলা করছিলো। সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে না আসায় বাবা-মা সহ পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে আবিরেরক। রাত ১০ টার দিকে সন্দেহমূলকভাবে গ্রামবাসী কামালদিয়া নুরের বড় পুকুরে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে আজ রোববার সকাল ৮টার দিকে স্থানীয় জেলেসহ অন্যান্যরা পুকুরে জাল টানলে সেই জালে শিশুটির মরদেহ উঠে আসে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশে এত উন্নয়ন হয়েছে কিন্তু পুকুর থেকে একটি শিশুর মরদেহ সরকারের কোন দপ্তর উদ্ধার করতে পারলো না। ফায়ার সার্ভিসের লোকজন এসে চলে গেলো। ১৫ ঘণ্টা পর স্থানীয় জেলেরা শিশুটির মরদেহ উদ্ধার করলো। এটা দুঃখজনক ঘটনা।

আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার শেখ বলেন, স্থানীয় জেলে ও স্থানীয়দের সহায়তায় পুকুরের পানিতে আবির নামে এক শিশুর মরদেহ পাওয়া গিয়েছে। আমি ঢাকায় ছিলাম মাত্র এসেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল  অফিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রহমান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা শনিবার রাত ১০টার সময় আমাদের টিম সেখানে গিয়ে ১০টা ৩৮ মিনিটে ফিরে আসে। আমাদের ডুবরি না থাকায় আমরা উদ্ধার তৎপরতা চালাতে পারিনি। সকালে ডুবুরি আসার আগেই মরদেহ পাওয়া গিয়েছে বলে সংবাদ পাই।



from Barta24.com - Latest Bangla news from Bangladesh and World https://ift.tt/aD1R6dB
https://ift.tt/B2Xd6f0

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages