বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১৩ মার্চ, ২০২২

আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় চীন

 

আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় চীন। রাশিয়া ইউক্রেন দুই দেশই চীনের বন্ধু।

রোববার ( ১৩ মার্চ) বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং 'বসন্তে চীনের সঙ্গে সংলাপ' অনুষ্ঠানে এসব কথা বলেন। চীনের দূতাবাস এ সংলাপের আয়োজন করেছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাষ্ট্রদূত বলেন, দুটি দেশই চীনের বন্ধু দেশ। বর্তমানে একমাত্র কাজ হলো টেনশন সমাপ্ত করা, মানবাধিকার সংকট থেকে রক্ষা করা দরকার। তৃতীয় হলো এটি তদন্ত করা দেখা যুদ্ধ কেন শুরু হল। এটির ঐতিহাসিক কি কারণ থাকতে পারে।

আমরা রাশিয়ার সঙ্গে সরাসরি সমর্থন করছি না। আমরা বলছি, আসুন বসুন। এক কাপ চা খান। আলোচনা করে এ সংকটের সমাপ্ত করুন। এই সংকট আলোচনা করে শেষ করা যেতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘে ইউক্রেন নিয়ে যে পদক্ষেপ নিয়েছে তার উত্তরে বলেছে তারা সারা বিশ্বে শান্তি চায়। তাইওয়ান সম্পর্কে প্রশ্নের উত্তরে বলেন,  পানির মত পরিষ্কার করে বলতে চাই,  তাইওয়ান ইস্যু চীনের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়।  এক চীন নীতি গোটা বিশ্ব মেনে চলে, বাংলাদেশ থেকে  যুক্তরাষ্ট্র পর্যন্ত।

চীনের রাষ্ট্রদূত বলেন, বর্তমানে চীনের প্রবৃদ্ধি  ৫ দশমিক ৫ শতাংশ।  গত বছর ছিল ৮ দশমিক ৮,  তার আগের বছর ছিল ২ দশমিক ২। তাই এখন কোনো উচ্চাকাঙ্খা কাজ করতে চীন প্রস্তুত নয়।

 



from Barta24.com - Latest Bangla news from Bangladesh and World https://ift.tt/JRH9Ur6
https://ift.tt/B2Xd6f0 

 

LINK

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages