লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, মুসুল্লিদের মাঝে কুরআন শরীফ, অসুস্থদের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের অর্থায়নে শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার নন্দনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব বিতরন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
এতে ১০জন স্থানীয় বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয় এবং হতদরিদ্র ১০ জন নারীর মাঝে সেলাই মেশিন, ১০ জন অসুস্থ রোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। একই সময় স্থানীয় ১২টি ক্লাব সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী ও ৫০ জন মুসুল্লির মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন আরিফ এর সভাপতিত্বে ও মোশারাফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দিন কমিশনের (দুদক) পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, স্থানীয় উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হানিফ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান নজির মিয়া।
অনুষ্ঠানে সংবর্ধিত মুক্তিযোদ্ধা ও সহায়তাপ্রাপ্ত সুবিধাভোগীরা ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, আওয়ামী লীগ সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। তার নেতৃত্বে নেতাকর্মীরা দেশব্যাপী অসহায় মানুষের কল্যাণে কাজ করছে। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকাকালীন অস্ত্রের রাজনীতি করেছে। দেশব্যাপী সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিএনপি।
from Barta24.com - Latest Bangla news from Bangladesh and World https://ift.tt/paXHMoG
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন