বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

হিমাচলের ১০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য UGC মানদণ্ডে 'অযোগ্য'

এই সময় ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠল। এঁরা প্রত্যেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। হিমাচলে মোট ১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। রাজ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী, এই ১৭টির মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ক্ষেত্রেই দেখা গিয়েছে, তাঁরা মঞ্জুরি কমিশনের মাণদণ্ড অনুযায়ী উপাচার্য পদের অযোগ্য। ভেরিফিকেশন করতে গিয়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তা নজরে আসে। এ বিষয়ে 'যথাযথ পদক্ষেপ' করার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশ প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশান রেগুলেটরি কমিশন (HPPERC) স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, 'অযোগ্য' উপাচার্যদের সংশ্লিষ্ট পদে রাখা যাবে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম মেনে নতুন করতে হবে। HPPERC-র চেয়ারপার্সন অতুল কৌশিক জানান, কয়েক ছাত্রছাত্রী ছাড়াও একাধিক মহল থেকে উপাচার্যদের নিয়ে অভিযোগ আসতে থাকে। তার ভিত্তিতেই রাজ্যের বেসকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের শংসাপত্র ভেরিফিকেশন শুরু হয়। মানব ভারতী বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সবক'টি বিশ্ববিদ্যালের উপাচার্যদের যোগ্যতা খতিয়ে দেখা হয়। ভুয়ো ডিগ্রি দেওয়ার অভিযোগ ওঠায় মানব ভারতী বিশ্ববিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। HPPERC সূত্রে খবর, উপাচার্যদের বায়োডেটা ছাড়াও শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ও নিয়োগের বিশদ কাগজপত্র জমা দিতে বলা হয়। তিন সদস্যদের একটি কমিটি তা খতিয়ে দেখে। ওই কমিটিতে ছিলেন রাজ্য উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারপার্সন, হিমাচল প্রদেশ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কমিটির নজরে আসে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে ২০১৮ সালে যে মাণদণ্ড বেঁধে দিয়েছে, ১০ জন উপাচার্যের ক্ষেত্রে তা পূরণ হচ্ছে না। দু'জনের ক্ষেত্রে দেখা যায়, বয়স বেশি। অন্যদের ক্ষেত্রে দেখা যায়, বিশ্ববিদ্যালয় বা কোনও শিক্ষা ইনস্টিটিউটে ন্যূনতম ১০ বছর অধ্যাপনা করার অভিজ্ঞতা নেই। নিয়োগের ক্ষেত্রে আরও যেসব নিয়ম রয়েছে, তা-ও মানা হয়নি। আরও পড়ুন: এই ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে এপিজে শিমলা ইউনিভার্সিটি, আর্নি ইউনিভার্সিটি, বাড্ডি ইউনিভার্সিটি, বাহরা ইউনিভার্সিটি, চিতকারা ইউনিভার্সিটি, ইন্দাস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটারনাল ইউনিভার্সিটি, ICFAI ইউনিভার্সিটি, মহর্ষি মার্কেন্ডেশ্বর ইউনিভার্সিটি ও শুলিনী বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ৬টি বিশ্ববিদ্যালয়ই সোলান জেলায়। আরও পড়ুন: অতুল কৌশিক জানান, ইউজিসির মানদণ্ড মেনেই ভবিষ্যতে তাঁরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের যোগ্যতা যাচাই করবেন। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/32rtXQM

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages