বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

Bihar Assembly Vote Results: বিহার বিধানসভার ফল, চোখ রাখুন

এই সময় ডিজিটাল ডেস্ক: আরও একবার নীতীশ কুমারই কি বিহারের মুখ্যমন্ত্রী নাকি তেজস্বী যাদবের কথায়, 'বিহারে এ বার সুনামির পালাবদল'? কে হতে চলেছেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী? সব প্রশ্নের অবসান হবে আর মাত্র কয়েক ঘণ্টা পর। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভার ভোট গণনা শুরু হবে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে। বেশির ভাগ এগজিট পোলই ভবিষ্যদ্বাণী করেছে তেজস্বী যাদবের তেজে বিপর্যস্ত হবে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট। বিজয়ী হবে কংগ্রেস-আরজেডির মহাজোট। বুথফেরত সমীক্ষা যে নির্ভুল হবে, এমন নিশ্চয়তা নেই। অতীতে একাধিকবার এগজিট পোলের ফল মেলেনি। বিজেপির দাবি, 'এ বারও এগজিট পোল ভুল বলেই প্রমাণিত হবে। বিহারে এনডিএ-ই ফের সরকার গড়বে। যাদব পরিবার দু-দিন জয়ের আনন্দ উদ্‌যাপন করে নিক। ১০ নভেম্বর, ভোটের ফল বেরোনোর পর শেষ হাসি আমরাই হাসব।' ভোটগণনার সাত-সতেরোর আপডেট খবর জানতে চোখ রাখুন। >> ভোট গণনা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ কড়া নিরাপত্তা ব্যবস্থা বিহারে। স্ট্রং রুম ছাড়াও ভোট গণনা কেন্দ্রগুলিতে ১৯ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় থাকছে আরও ৫৯ বাহিনী কেন্দ্রীয় পুলিশ। এক-একটি কোম্পানিতে মোটামুটি ১০০ জন করে কেন্দ্রীয় পুলিশ কর্মী-অফিসার রয়েছেন। জানিয়েছেন মুখ্য নির্বাচনী অফিসার এইচআর শ্রীনিবাস। >> মহাজোট এগিয়ে ১১১ আসনে, এনডিএ লিড ৭৭ আসনে। সংখ্যাগরিষ্ঠতায় দরকার ১২২। >> বেনিপট্টিতে এগিয়ে বিজেপির বিনোদ নারায়ণ ঝা। >> ঝড়ের গতিতে এগোচ্ছে আরজেডি। ৮৪ আসনে লিড তেজস্বীর দলের। কংগ্রেস এগিয়ে ২১ আসনে। বিজেপি ৪৩ আসনে। জেডি(ইউ) ৩৪ আসনে। অন্যরা ১০ আসনে। এলজেপি ২টি আসনে। >> মোকামায় এগিয়ে আরজেডির অনন্ত কুমার সিং। >> HAM-এর প্রতিষ্ঠাতা জিতন রাম মাঝি এগিয়ে ইমামগঞ্জে। >> শুরুর ট্রেন্ডে ঝড় তুলেছে তেজস্বীর নেতৃত্বাধীন মহাজোট। ৬১ আসনে তারা এগিয়ে। এনডিএ লিড ৩৯ আসনে। >> নীতীশের মন্ত্রী জেডি (ইউ)-এর জয় কুমার সিং দিনারা আসনে পিছিয়ে পড়েছেন। >> ৬১ আসেন এগিয়ে আরজেডি। কংগ্রেস ১৬টিতে। বিজেপি ২৯টিতে। জেডি(ইউ) ২৪টি আসনে। লোক জনশক্তি ২টি আসনে। অন্যরা ১০ আসনে। >> ৬১ আসনে লিড মহাজোটের। এনডিএ'র লিড ৪৩ আসনে। এলজেপি ১টিতে অন্যরা ১০টিতে। >> শুরুর ট্রেন্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। আরজেডি ২৩, বিজেপি ১১, জেডি(ইউ) ১০, কংগ্রেস ৮ ও অন্যরা ৫টিতে এগিয়ে। >> আরজেডি এগিয়ে ১১টি আসনে, বিজেপি ৭টিতে, কংগ্রেস ৫টিতে, জেডি(ইউ) ৫টিতে, এলজেপি ৩টিতে এবং অন্যরা ৩টিতে। >> জামুইয়ে এগিয়ে বিজেপির শ্রেয়সী সিং >> বিহারে ভোট গণনা শুরু। বাঁকায় এগিয়ে এনডিএ প্রার্থী রাম নারায়ণ মণ্ডল। >> করোনা মহামারীর মধ্যে বিহারই প্রথম রাজ্য যেখানে কোভিড বিধি মেনে পূর্ণাঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। >> আজ মধ্যপ্রদেশ-সহ ১১ রাজ্যের ৫৮ আসনে উপনির্বাচনের ভোট গণনা রয়েছে। ভোটের ফলে শিবরাজ সিং চৌহান সরকারের ভাগ্য নির্ভর করছে। >> আরজেডি শিবির ট্যুইট করে জানাচ্ছে, কোনও ভাবেই অসংযত আচরণ করা যাবে না। বাজি ফাটানো যাবে না রাস্তায়। শুন্যে গুলি ছোঁড়ার মতো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। >> ৭ নভেম্বর থেকে স্ট্রংরুমের পাহারায় রয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। >> রাজনৈতিক বিশেষজ্ঞদের ইঙ্গিত, ত্রিশঙ্কু সরকার গড়ার দিকে এগোলে কিং মেকার হতে পারেন চিরাগ পাসোয়ান ও তাঁর দল লোক জনশক্তি পার্টি। >> ২০১৫ সালে বিহারের ভোট সমীকরণ ছিল অন্য রকম । বিহারের ৮০-এরও বেশি আসনে জয় পেয়েছিল লালুপ্রসাদের আরজেডি । সর্বোচ্চ আসন ছিল তাদের ঝুলিতেই । আসন দখলের দৌড়ে দ্বিতীয় ছিলেন নীতীশ কুমার । তার দল জেডিইউ সেবার পেয়েছিল ৭১টি আসন । এছাড়া বিজেপি ৫৪, কংগ্রেস ২৭, এলজেপি ২, আরএলএসপি ২, অন্যান্যরা পেয়েছিল ৭টি আসন । >> নীতীশ কুমারের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (NDA)-এ জনতা দল (ইউনাইটেড), বিজেপি ছাড়া রয়েছে দু'টি ছোট দল হিন্দুস্তান আওয়ামি মোর্চা (HAM) ও বিকাশশীল ইনসান পার্টি (VIP)। >> লোক জনশক্তি পার্টি (LJP) কেন্দ্রে এনডিএ'র শরিক। কিন্তু, নীতীশ বিরোধিতায় বিহারে জোটে নেই এলজেপি। তারা এবার একাই লড়ছে। >> সিপিআই, সিপিআই-এম ও সিপিআই-এমএল আরজেডি-কংগ্রেসের মহাজোটের শরিক হয়ে প্রতিদ্বিন্দ্বিতা করেছে। >> বিরোধী মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্ব যাদব এ বারও বৈশালী জেলার রাঘোপুর থেকেই ভোটে দাঁড়িয়েছেন। >> তেজস্বী যাদবের ভাই তেজপ্রতাপ লড়াই করছেন সমস্তীপুর জেলার হসনপুর থেকে। >> সকালে প্রথমে গণনা কেন্দ্র স্যানিটাইজ করা হবে। এর পর গণনাকর্মীরা কেন্দ্রে ঢুকবেন। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। >> প্রথমে ব্যালট, পরে ইভিএম খোলা হবে। ৯টার পর থেকেই বোঝা যাবে বিহারের ক্ষমতা কার হাতে যেতে চলেছে! >> শুরুতে ঠিক হয়েছিল বিহারের ৩৮টি জেলায় ৩৮টি গণনাকেন্দ্র থাকবে। কিন্তু, কোভিড-প্রোটোকল অনুযায়ী, ভিড় কমাতে গণনাকেন্দ্রের সংখ্যা ৩৮ থেকে বাড়িয়ে ৫৫ করা হয়। >> সকাল ৮টা থেকে শুরু ভোট গণনা। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2ImGIF9

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages