এই সময় ডিজিটাল ডেস্ক: একদিনে নতুন করে করোনা আক্রান্তে বুধবার ভারতে ফের নজির গড়েছে। ২৪ ঘণ্টায় ৬৯ হাজারের উপর আক্রান্ত। ফাইনাল রিপোর্ট অনুযায়ী, বুধবার গোটা দেশে ৬৯ হাজার ৬৬৯টি কোভিড পজিটিভ কেস ধরা পড়েছে। দৈনিক আক্রান্তের নিরিখে ভারতে এটা রেকর্ড। সেইসঙ্গেই দেশে কোভিড সংক্রামিতের সংখ্যা বুধবার বেড়ে হয়েছে ২৮ লক্ষ ৩৩ হাজার ৩৮১। বুধবার ভারত কোভিড থেকে সুস্থতার ক্ষেত্রেও নজির গড়েছে। গোটা দেশে একদিনে ৬০ হাজার ৪৩৩ জন করোনা সংক্রমণ থেকে এদিন সুস্থ হয়ে ওঠেন। যা আগে কখনও হয়নি। এ পর্যন্ত সুস্থ ২০ লক্ষ ৯৩ হাজার ৬৫৮ জন। করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৯৮৩ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯৮০ জন। বুধবার পর্যন্ত ভারতে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৮৫ হাজার ৭৪০ জন। কেবাল মাত্র দু'টি দেশ অ্যাক্টিভ আক্রান্তে ভারতের থেকে এগিয়ে রয়েছে। আমেরিকা ও ব্রাজিল। বিগত আট দিন ধরে ভারতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে। গড়ে প্রায় রোজ ৬০ হাজারের আশপাশে। কেন্দ্রের রিপোর্ট বলছে, ভারতে মোট করোনা আক্রান্তের কমপক্ষে ৬০% পাঁচ রাজ্যে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও উত্তরপ্রদেশে। ভারতে করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ৬ লক্ষ ২৮ হাজার ৬৪২ জন সংক্রামিত। মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৩ জনের। বুধবার মহারাষ্ট্রে ১৩ হাজার ১৬৫টি পজিটিভ কেস ধরা পড়ে। শুধু এদিনই মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৬ হাজার। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ হাজার ৭৪২ জন। কর্নাটকে গত ২৪ ঘণ্টায় সংক্রামিত ৮ হাজার ৬৪২ জন। রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ৪৯ হাজার ৫৯০। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১২৬ জনের। মোট মৃত্যু বেড়ে হয়েছে ৪ হাজার ৩২৭। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় ৫,৭৯৫ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১১৬ জনের। সবমিলিয়ে তামিলনাড়ুতে কোভিড সংক্রামিত ৩ লক্ষ ৫৫ হাজার ৪৪৯ জন। এর মধ্যে অ্যাক্টিভ আক্রান্ত ৫৩ হাজার ১৫৫ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ১২৩ জনের। আরও পড়ুন: ওয়ার্ল্ডোমিটারের লাইভ ট্র্যাকার জানাচ্ছে, ভারতে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে, ২৮ লক্ষ ৩৫ হাজার ৮২২। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৬৯ হাজার ১৯৬ জন। ২৮ লক্ষ আক্রান্তের মধ্যে ২০ লক্ষের উপর এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৬৮। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৮০ জনের। এ পর্যন্ত মারা গিয়েছেন ৫৩ হাজার ৯৯৪ জন। গোটা দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৮৫ হাজার ৭৬০। গোটা দেশে বুধবার পর্যন্ত ৩ কোটি ১৭ লক্ষ ৪২ হাজার ৭৮২ নমুনার পরীক্ষা হয়েছে। প্রতি ১০ লক্ষের নিরিখে ভারতে কোভিড টেস্ট হয়েছে ২২ হাজার ৯৭২ জনের। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3iZQmum
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন