বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১৯ আগস্ট, ২০২০

স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রাখতেই প্ল্যাটফর্ম টিকিট ৫০ টাকা, সাফাই রেলের

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা সংকটের মধ্যে পাঁচগুণ বাড়ানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়ে সাফাই দিল ভারতীয় রেল। রেল কর্তৃপক্ষের মনে হয়েছে, প্ল্যাটফর্মগুলিতে অনেকেই অকারণে ভিড় করেন। করোনা সংকটের মধ্যে প্ল্যাটফর্মগুলিতে এই বাড়তি ভিড় কাঙ্ক্ষিত নয়। তাই সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে ১০ টাকার প্ল্যাটফর্ম টিকিট বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। রেল কর্তৃপক্ষের যুক্তি, টিকিটের দাম পাঁচগুণ বাড়ানোয় লোকজন অপ্রয়োজনে স্টেশন প্ল্যাটফর্মগুলিতে ভিড় করবেন না। এত করে রেলের পক্ষে কোভিডের সুরক্ষাবিধি মেনে চলা সম্ভব হবে। পুণে জংশন স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট নিয়ে রেল কর্তৃপক্ষ মঙ্গলবার ব্যাখ্যা দিলেও, আদতে শুধু পুনা নয়, একাধিক জায়গায় প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। বর্ষীয়ান কংগ্রেস নেতা সম্প্রতি প্ল্যাটফর্ম টিকিট নিয়ে একটি ট্যুইট করেন। কেন্দ্রের শাসকদলকে কটাক্ষ করে বলেন, কংগ্রেসের আমলে প্ল্যাটফর্ম টিকিটের দাম ছিল মাত্র ৩ টাকা। বিজেপি সরকারের আমলে ৩ টাকার প্ল্যাটফর্ম টিকিট অস্বাভাবিক হারে বেড়ে হয়েছে ৫০ টাকা। দিগ্বিজয় ট্যুইটে লেখেন, 'কংগ্রেস রাজে ৩ টাকার প্ল্যাটফর্ম টিকিট বিজেপি রাজে হয়েছে ৫০ টাকা!' সেইসঙ্গে তিন টাকা ও ৫০ টাকার প্ল্যাটফর্ম টিকিটের পাশাপাশি ছবিও দিয়েছেন এই কংগ্রেস নেতা। প্রথম টিকিটের তারিখ ১৪ ডিসেম্বর, ২০১১। টিকিটের দাম ৩ টাকা। দ্বিতীয় টিকিটটি ইস্যু করা হয়েছে পুণে জংশন স্টেশনে। ২০২০ সালের অগস্টে। টিকিটের দাম ৫০ টাকা। রেলের মুখপাত্র অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এদিন জানান, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে রেলস্টেশনে লোকজনের আনাগোনা নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষ এই পদক্ষেপ করেছে। তিনি বলেন, পুনে জংশনের প্ল্যাটফর্ম টিকিট ৫০ টাকা করার কারণ অপ্রয়োজনে লোকজনের স্টেশনে আসা বন্ধ করা। যাতে করে সামাজিক দূরত্ববিধি বজায় থাকে। করোনা আতঙ্কের মধ্যেই স্টেশনগুলিতে ভিড় কমাতে প্ল্যাটফর্ম টিকিটের দাম একলাফে ৫০ টাকা বাড়িয়ে দেয় রেল কর্তৃপক্ষ। শুধু পুনা নয়, ২৫০ রেল স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়। প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর সময় রেল যুক্তি দেয়, এতে স্টেশনে মানুষের ভিড় কম হবে। পশ্চিম রেলের আহমেদাবাদ, ভদোদরা, রাজকোট, ভবনগর, রতলাম, মুম্বই ডিভিশনে প্লাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়। প্ল্যাটফর্ম টিকিটের দাম পাঁচগুণ বাড়ানোর সময় রেলের এক আধিকারিক জানিয়েছিলেন, এই বৃদ্ধি সাময়িক। প্ল্যাটফর্মে মানুষের সমাগম কম করার উদ্দেশ্যেই করা হয়েছে। আরও পড়ুন: পশ্চিম রেলের দেখানো পথে হাঁটে দক্ষিণ-পূর্ব রেলওয়ে। ভিড় রুখতে পাঁচগুণ বাড়িয়ে দেওয়া হয় হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের দাম। যার ফলে ১০ টাকার টিকিটের দাম হয় ৫০ টাকা। খড়গপুর ও টাটানগর স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম করা হচ্ছে ৪০ টাকা। তবে, প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে আদতে করোনা সংক্রমণ রোখা যাবে কি না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে ঢুকলে টিকিট কাটতে হবে ৫০ টাকা দিয়ে। অনুমান পূর্ব রেলও যে কোনও সময় হাওড়ার ওল্ড কমপ্লেক্স ও শিয়ালদহ স্টেশেনর প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়াতে পারে। আরও পড়ুন: প্ল্যাটফর্ম টিকিটের সুবাদে দু-ঘণ্টা প্ল্যাটফর্মে থাকা যায়। অর্থাৎ রেলযাত্রীদের সঙ্গে স্টেশনে আসা পরিজনদের দু-ঘণ্টা সময় কাটানোর সুযোগ দেওয়া হয়। অনলাইনে ইউটিএম অ্যাপ মারফৎ এই টিকিট কেনা যায়। ওই টিকিটের সাহায্যে রেলযাত্রাও করা সম্ভব, তবে তা ট্রেনের গার্ডের অনুমতি সাপেক্ষ। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব জানান, প্ল্যাটফর্ম টিকিটের মূল্যবৃদ্ধির বিষয়ে বিভাগীয় রেল ম্যানেজারদের জানানো হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে স্টেশনের প্ল্যাটফর্মে মাত্রাতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের উদ্দেশে তাঁরা প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান স্পষ্ট করে জানান, করোনা আবহে প্ল্যাটফর্মে ভিড় এড়াতে সিদ্ধান্ত। ভিড় বাড়ছে দেখলেই ভাড়া বাড়াতে পারবেন ডিআরএম। তিনি ইঙ্গিত দেন পরিস্থিতি স্বাভাবিক হলে, কমতে পারে প্ল্যাটফর্ম টিকিটের দাম। প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে ভিড় কমানোর যুক্তি যদিও মানছেন না সাধারণ যাত্রীরা। তাঁদের দাবি, বর্তমানে রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা। সেখানে রেলের ন্যূনতম ভাড়া ৫ টাকা। ফলে কেউ বাড়তি ৫ টাকা দিয়ে বোকার মতো প্ল্যাটফর্ম টিকিট কাটতে যাবেন কেন? কাছাকাছি কোনও স্টেশনের টিকিট কেটেই অধিকাংশ লোকজন ঢুকে পড়েন প্ল্যাটফর্মে। ফলে রেলের এই সিদ্ধান্তে কাজের কাজ আদৌ কি হবে? এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3kUzJlj

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages