এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বুধবার ২০ লক্ষ ছাড়িয়ে গেল। নতুন আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠার লোকজনের সংখ্যা অনেক বেশি। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, কোভিডে জাতীয় সুস্থতার হার বুধবার ৭৩ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। ৩০ জানুয়ারি থেকে এ পর্যন্ত যত ভাইরাস আক্রান্তের রিপোর্ট হয়েছে, তার মধ্যে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৫ শতাংশেরও কম। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ এদিন বলেন, আমরা যখন নির্দিষ্ট কোনও একটি দেশের ভাইরাস কেসলোডের কথা বলি, তখন সেটা অ্যাক্টিভ আক্রান্তের কথাই বলা হয়। মোট করোনা পজিটিভ কেসের কথা বলা হয় না। তিনি জানান, রোজ প্রায় ৬০ হাজার করে কোভিড রোগী সুস্থ হয়ে উঠছেন। সেখানে উলটো দিকে নতুন করে সংক্রামিত হচ্ছে গড়ে ৫৫ হাজার করে। ১৯ অগস্টের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ভারতে সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৩.১৮ শতাংশ। কোভিডে মৃতের হার ১.৯২ শতাংশে আটকে রয়েছে। আরও পড়ুন: কেন্দ্রীয় সচিবের কথায়, কেন্দ্র সরকারে করোনা কৌশল যে কাজ করছে, তার প্রমাণ ভারতে সুস্থতার হার ৭৩ শতাংশের উপর। সেইসঙ্গে মৃত্যুর হার ১.৯২ শতাংশে নেমে এসেছে। আরও পড়ুন: স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যাও কমেছে। অধিকাংশ ক্ষেত্রে ঘরে আইসোলেশনে থেকেই লোকজন সুস্থ হয়ে উঠছেন। খুব কম সংখ্যক রোগীকে হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ছে। কেন্দ্রীয় সচিব জানান, হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীরা এখন দ্রুত সুস্থও হয়ে উঠছেন। ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হচ্ছে, এমন রোগী খুবই কম। ওয়ার্ল্ডোমিটারের লাইভ ট্র্যাকার জানাচ্ছে, ভারতে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে, ২৮ লক্ষ ৩৫ হাজার ৮২২। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৬৯ হাজার ১৯৬ জন। ২৮ লক্ষ আক্রান্তের মধ্যে ২০ লক্ষের উপর এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৬৮। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৮০ জনের। এ পর্যন্ত মারা গিয়েছেন ৫৩ হাজার ৯৯৪ জন। গোটা দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৮৫ হাজার ৭৬০। গোটা দেশে বুধবার পর্যন্ত ৩ কোটি ১৭ লক্ষ ৪২ হাজার ৭৮২ নমুনার পরীক্ষা হয়েছে। প্রতি ১০ লক্ষের নিরিখে ভারতে কোভিড টেস্ট হয়েছে ২২ হাজার ৯৭২ জনের। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3hdxyXL
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন