বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

করোনা পরিস্থিতি LIVE: দেশে মৃতের সংখ্যা ছাড়াল ৩০ হাজার

এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা সরকারি ভাবে ১২ লক্ষ পার করার দিন দৈনিক আক্রান্ত এবং মৃত - দুই সংখ্যাতেই রেকর্ড গড়ল সংক্রমণও। আর লকডাউন ফেরার দিনে সংক্রমণের রেকর্ড গড়ে আক্রান্তের সংখ্যায় ৫০,০০০ পেরিয়ে গেল পশ্চিমবঙ্গও! তবে রাজ্য এবং দেশ- দু' ক্ষেত্রেই বেড়েছে রোগমুক্তের সংস্থা। ---বৃহস্পতিবার সকাল ৮টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট বলছে, ২৪ ঘণ্টায় দেশে করোনা পজিটিভ হয়েছেন ৪৫,৭২০ জন! দৈনিক আক্রান্তের নিরিখে যা এখনও পর্যন্ত রেকর্ড। ---তার থেকেও বেশি উদ্বেগের কারণ মৃতের সংখ্যা - ১১২৯! বুধবারও যেখানে সংখ্যাটা ঘোরাফেরা করেছে ৬০০-র আশপাশে, সেখানে ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় দ্বিগুণ। ---সূত্রের খবর, সংখ্যাটা শুধুমাত্র এক দিনের হিসেব নয়। গত ২৪ ঘণ্টায় দেশে আসলে ৬৮৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তালিকায় থাকা বাকি ৪৪৪টি মৃত্যু তামিলনাড়ুর 'ব্যাকলগ'। অর্থাৎ, এই মৃত্যুগুলি আগেই হয়েছিল। এ দিন মৃতের তালিকায় তা যোগ করেছে তামিলনাড়ু প্রশাসন। যেমনটা মহারাষ্ট্র আগে একবার করেছিল। ---সুস্থতার হার ২৪ ঘণ্টায় আরও কিছুটা বেড়েছে। বুধবার তা ৬৩.১৩ শতাংশ ছিল। এ দিন সামান্য বেড়ে ৬৩.১৮ শতাংশ হয়েছে। আইসিএমআর জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে দেড় কোটির বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ দিন মণিপুরের একটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'যত দিন না প্রতিষেধক আসছে, সবাইকে সাবধানে থাকতেই হবে।' ---দৈনিক আক্রান্তের নিরিখে রেকর্ড বাংলাতেও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ২৪৩৬ জন। ফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৫১,৭৫৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। কলকাতায় একদিনে ১৯ জনের মৃত্যুও বেনজির। আবার ---একদিনে হাওড়ায় ৩০০-র বেশি পজিটিভ কেস এর আগে আসেনি কখনও। এখানে স্বস্তির বার্তা রোগমুক্তির সংখ্যায়। একদিনে রোগমুক্ত হয়েছেন ২০০৬ জন- এটিও রেকর্ড। ফলে করোনামুক্তির হার ফের বেড়ে ৬১.১৬% হয়ে গেল রাজ্যে। ---কিছু দিন আগে পর্যন্ত শুধুমাত্র মহারাষ্ট্র থেকে বিপুল দৈনিক সংক্রমণের খবর আসছিল, এখন সেই তালিকায় যোগ হয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যও। মহারাষ্ট্রে এ দিনও ১০ হাজারের বেশি মানুষ নতুন করে পজিটিভ হয়েছেন। মৃত্যু হয়েছে ২৮০ জনের! ---মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ২,৬০০ জনের সংক্রমণ ধরা পড়েছে। বিশ্বের যে কোনও দেশের তুলনায় সর্বোচ্চ। এমনটাই দাবি করা হয়েছে সংবাদ সংস্থা রয়টার্সের এক রিপোর্টে। আমেরিকায় কোভিড আক্রান্তের সংখ্যা ১০ লক্ষে পৌঁছতে সময় লেগেছিল ৯৮ দিন। ১০ লক্ষ থেকে ২০ লক্ষে পৌঁছতে সময় লাগে ৪৩ দিন। আবার ৩০ লক্ষের গণ্ডি পেরোতে সময় লেগেছে মাত্র ২৭ দিন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2WRZ2Kp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages