এই সময় ডিজিটাল ডেস্ক: রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিন অনুসারে, এদিন সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ২ হাজার ২৭৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪২ হাজার ৪৮৭ জন। এর মধ্যে আরও ১ হাজার ৩৪৪ জন সুস্থ হয়ে ওঠায় এখনও পর্যন্ত রাজ্যে মোট ২৪ হাজার ৮৮৩ জন করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৫৮.৫৬ শতাংশ। অ্যাকটিভ কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৪৯২ জন। --- জেলাগুলির মধ্যে কলকাতার পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় শহরে আরও ৬৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা রাজ্যের মধ্যে সর্বাধিক। ফলে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৪ জন। এদিকে, আরও ১৩ জনের মৃত্যুর জেরে শহরে মোট সংখ্যাটা দাঁড়াল ৫৭৬ জন। --- উত্তর ২৪ পরগনা জেলায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা সর্বাধিক। এদিন সেই তালিকায় যুক্ত হয়েছে আরও ১৮টি এলাকা। ফলে এই মুহূর্তে জেলায় মোট কনটেইন্টমেন্ট জোনের সংখ্যা বেড়ে হল ১১৩টি। --- নিয়ে অভিভাবকদের মতামতের উপরে জোর দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এই মর্মে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের স্কুল শিক্ষা এবং স্বাক্ষরতা দফতর থেকে প্রতিটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। --- কেন্দ্রীয় মানবসম্পদ বিকাশ মন্ত্রক থেকে জারি করা নির্দেশিকায় স্কুল খোলার বিষয়ে অভিভাবকদের থেকে মূলত দু'টি বিষয় সম্পর্কে মতামত সংগ্রহ করতে বলা হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিক অঞ্চলগুলিকে। প্রথম: অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে কোন মাসে স্কুল খোলার পক্ষে অভিভাবকরা। দ্বিতীয়ত: স্কুল খোলার পরে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের থেকে কী কী প্রত্যাশা করেন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/32wjGUd
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন