বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ২২ জুলাই, ২০২০

ব্রাজিলে করোনার সংক্রমণ সাড়ে ২১ লাখ ছাড়ালো

ব্রাজিলে করোনার সংক্রমণ সাড়ে ২১ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ কমার কোনও ইঙ্গিত মিলছে না ব্রাজিলে। মঙ্গলবার (২১ জুলাই) আরও ৪১ হাজার ৮ জন রোগী শনাক্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী ব্রাজিলে মোট কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হলো ২১ লাখ ৫৯ হাজার ছয়শ ৫৪ জন।

একই সময়ে মৃত্যু হয়েছে হাজারের বেশি। একদিনে মারা গেছেন ১ হাজার তিনশ ৬৭ জন। মোট প্রাণহানি ৮১ হাজার ৪৮৭ জন।

এর আগে মঙ্গলবার দিনের শুরুতে প্যান আমেরিকান হেলথ অরগানাইজেশন বলেছে, আমেরিকায় কোভিড-১৯ সংক্রমণ ‘কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।’ সংগঠনটির পরিচালক ডা. কারিসা এতিয়েন্নে বলেছেন, ’২০ জুলাই পর্যন্ত এই অঞ্চলে ৭৭ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ৩ লাখ ১১ হাজারের বেশি মানুষ মারা যাওয়ার খবর এসেছে।’

এদিকে কোভিড-১৯ এর সম্ভাব্য টিকা বাজারে ছাড়ার সঙ্গে সঙ্গে পাওয়ার ব্যবস্থা করতে মার্কিন বায়োটেক কোম্পানি মডার্নার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ব্রাজিল। দেশটির অন্তর্বর্তীকালীন স্বাস্থ্য মন্ত্রী এদুয়ার্দো পাজুয়েলো এ কথা জানান।


ঢাকা/ফাহিম



from Risingbd Bangla News https://ift.tt/2ZOvbED

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages