বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

উল্টো পথে যানবাহন চলছেই

উল্টো পথে যানবাহন চলছেই

মাকসুদুর রহমান

রাস্তায় শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন পরিবর্তন করেছে সরকার। মামলার সঙ্গে বিপুল পরিমাণ জরিমানার বিধান রেখে করা হয় নতুন আইন। কিন্তু কিছুতেই সড়কে শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না। এখনো উল্টো পথে চলছে গাড়ি।

বুধবার (২২ জুলাই) রাজধানীর বেইলি রোড, শাহজাহানপুর, কমলাপুর, মতিঝিল, ফার্মগেটসহ বিভিন্ন রাস্তায় যানজট দেখা গেছে। যেখানে-সেখানে বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরই মধ্যে উল্টো পথে প্রাইভেট কার, সরকারি কর্মকর্তার গাড়ি, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, এমনকি পুলিশের গাড়িও চলাচল করতে দেখা গেছে। কার আগে কে যাবে, সেই প্রতিযোগিতাও চলছিল।

বেইলি রোডে এক চালককে প্রশ্ন করা হয়, উল্টো পথে গাড়ি চালানো কি ঠিক? তিনি বলেন, ‘এটা অবশ্যই ঠিক না। কিন্তু একটু তাড়া আছে। এ কারণেই উল্টো পথে আসা।’

কারওয়ানবাজার জিরো পয়েন্ট এলাকায় প্রাইভেটকারের চালক হোসেন মিয়া বলেন, ‘পান্থপথে স্যার অপেক্ষা করছেন। তাড়াতাড়ি যাওয়ার জন্য উল্টো পথ দিয়ে আসতে হলো। তবে এটা ঠিক না।’

ট্রাফিক পুলিশের সদস‌্যরা জানান, রাজধানীর অনেক রাস্তা ভাঙ্গা, অনেক জায়গায় রাস্তা বন্ধ। এ কারণে কেউ কেউ উল্টো পথে যাচ্ছে। তবে এর পরিমাণ আগের চেয়ে অনেক কম।

কমলাপুর আইসিডির সামনে কর্তব্যরত সার্জেন্ট সিরাজুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘কেউ আইনের ব্যত্যয় ঘটালে, বিশেষ করে উল্টো পথে আসলে তার বিরুদ্ধে মামলা করছি। মঙ্গলবার এরকম দুটি মামলা করা হয়েছে। তবে উল্টো পথে গাড়ি চালানোর প্রবণতা কমেছে।’

যাত্রাবাড়ীর এক সার্জেন্ট নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নানা দিক বিবেচনায় আমাদের অনেক কিছু মেনে নিতে হয়। কেননা, ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা সেকেলে রয়ে গেছে।’

২০১৮ সালের নভেম্বরে নতুন সড়ক পরিহন আইন করে সরকার। সেখানে ১৪টি নতুন ধারা সংযুক্ত করা হয়। এর মধ্যে উল্টো পথে গাড়ি চালানোর ক্ষেত্রে মামলার পাশাপাশি ৩ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার আব্দুর রাজ্জাক রাইজিংবিডিকে বলেন, ‘আইন না মানলে যানবাহন বা এর চালকের বিরুদ্ধে মামলা-জরিমানা করা হচ্ছে। আমরা জনগণকে আইন মানানোর চেষ্টা করছি।’

 

ঢাকা/মাকসুদ/রফিক



from Risingbd Bangla News https://ift.tt/2WOd53M

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages