এই সময় ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বুধবারই (২২ জুলাই, ২০২০) দেড় কোটি অতিক্রম করল। সেইসঙ্গে মৃত্যুও বাড়তে বাড়তে ৬.২৫ লক্ষে পৌঁছেছে। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ আপডেট অনুযায়ী বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিশ্বজুড়ে ১ কোটি ৫৩ লক্ষ ৬৩ হাজার ৬৯৭ জন সংক্রমিত হয়েছেন। কোভিডের বলি ৬ লক্ষ ২৫ হাজার ৪১২ জন। পাশাপাশি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৩ লক্ষ ৪০ হাজার ৮৯৩ জন। কোভিডের লাইভ ট্র্যাকার জানাচ্ছে, গোটা বিশ্বে এখন অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩ লক্ষ ৯৭ হাজার ৩৯২। এই অ্যাক্টিভ আক্রান্তের ৯৯%কে (৫৩ লক্ষ ৩১ হাজার ২১৬) নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মৃদু সংক্রমণ। বাকি ১% অর্থাত্ ৬৬ হাজার ১৭৬ জনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবথেকে বেশি করোনায় মৃত্যু ব্রাজিলে হয়েছে। সংক্রমণে প্রথম তিনে থাকা তিনটে দেশেই এক হাজারের উপর মৃত্যু হয়েছে। আমেরিকায় ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১,১৮৩ জন করোনা আক্রান্ত। ব্রাজিলে মৃত্যু হয়েছে ১,২৯৩ জনের। আর ভারতে মারা গিয়েছেন ১,১২০ জন। আরও পড়ুন: সংক্রমণেও বাকি বিশ্বকে পিছনে ফেলে, গত ২৪ ঘণ্টায় আমেরিকা, ব্রাজিল ও ভারতেই সবথেকে বেশি পজিটিভ কেস ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত ৭১ হাজার ২১৪ জন। ব্রাজিলে একই সময়ে সংক্রামিত ৬৫ হাজার ৩৩৯ জন। ভারতে সেখানে আক্রান্ত ৪৫ হাজার ৫৯৯ জন। আরও পড়ুন: সবমিলিয়ে আমেরিকায় আক্রান্ত বেড়ে হয়েছে ৪০ লক্ষ ৯৯ হাজার ৭৮৩। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ১৩৬ জনের। ব্রাজিলে আক্রান্ত ২২ লক্ষ ৩১ হাজার ৮৭১। মৃত্যু হয়েছে ৮২ হাজার ৮৯০ জনের। ভারতে সেখানে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৯০ জনের। আক্রান্ত বেড়ে হয়েছে ১২ লক্ষ ৩৯ হাজার ৬৮৪। আরও পড়ুন: এদিকে, মেক্সিকোতেও কিন্তু ভয়ানক হারে মৃত্যু হয়েছে। এরই মধ্যে ৪০ হাজার কোভিড আক্রান্ত মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯১৫ জনের। মোট আক্রান্ত ৩ লক্ষ ৫৬ হাজার ২৫৫। অন্য দিকে, ব্রিটেনে এখন পরিস্থিতি মোটের উপর নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত ৫৬০ জন। এ পর্যন্ত ব্রিটেনে করোনায় মারা গিয়েছেন ৪৫ হাজার ৫০১ জন। পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় ১,৩৩২ পজিটিভ কেস-সহ সংক্রমণ বেড়ে হয়েছে ২ লক্ষ ৬৭ হাজার ৪২৮। এ পর্যন্ত মারা গিয়েছেন ৫,৬৭৭ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। বাংলাদেশে মোট আক্রান্ত ২ লক্ষ ১৩ হাজার ২৫৪ জন। মৃত্যু হয়েছে ২,৭৫১ জনের।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3eZWTmp
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন