বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ জুলাই, ২০২০

লাফিয়ে বাড়ছে সংক্রমণ , আজ সকাল ১১টা'য় ফের 'মন কি বাত'-এ মোদী

এই সময় ডিজিটাল ডেস্ক: ভয়াবহ নোভেল করোনাভাইরাসের সঙ্গে যুঝছে দেশ। প্রতিদিন রেকর্ড হাতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আলোচনার জন্য আগামী সোমবার, ২৭ জুলাই, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অলোচনায় বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগের আজ, ২৬ জুলাই ‘' () অনুষ্ঠানে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন সকাল ১১টায় রেডিয়োর পাশাপাশি দূরদর্শন ও মোবাইল অ্যাপে তাঁর বক্তব্য সম্প্রচারিত হবে। শনিবার রাতে ট্যুইট করে প্রধানমন্ত্রী স্বয়ং এ কথা জানান। প্রত্যেক মন কি বাত অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এবারের তাঁর এই রেডিয়ো অনুষ্ঠানে নানা বিষয়ের মধ্যে কোভিড-১৯ বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। আজ কার্গিল দিবস। ফলে প্রধানমন্ত্রীর এ দিনের মন কি বাত অনুষ্ঠানে সেনা জওয়ানদের কথাও স্থান পেতে পারে বলে মনে করা হচ্ছে। সবমেত চেষ্টায় বিভিন্ন ক্ষেত্রে বদল আনা যায়। এই চেষ্টা অন্যের জীবনেও বদল ঘটনায়। এমনই নানা তাঁর অভিজ্ঞতা সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য গত ১১ জুলাই সাধারণ মানুষের কাছে আবেদন করেছিলেন নমো। এই সমস্ত টুকরো টুকরো অভিজ্ঞতা এক সুতোয় বেঁধে এ মাসের মন কি বাত অনুষ্ঠানে উপস্থাপন করা হবে বলে ট্যুইট করে জানিয়েছিলেন তিনি। NaMo অ্যাপ এবং MyGov ওয়েবসাইটের মাধ্যমে জনগণকে তাঁদের অভিজ্ঞতা পাঠানোর আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে তিনি একটি মবাইল নম্বরও শেয়ার করেছিলেন। ওই নম্বরে জনগণ সববেত চেষ্টায় দিন বদলের প্রত্যক্ষ অভিজ্ঞতা রেকর্ড করে পাঠাতে পারবেন বলে নমো জানান। অল ইন্ডিয়া রেডিয়োতে ‘মন কি বাত’ উপস্থাপনা করে থাকেন মোদী। ২০১৪ সাল থেকে নিয়মিত করে আসছেন। ইতোমধ্যে ৬৬টি পর্ব সম্পন্ন করা হয়েছে বলে জানা গিয়েছে। আজ ৬৭তম পর্ব সম্প্রচারিত হতে চলেছে। এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ এগিয়ে চলেছে। কিন্তু নানা সমস্যাকে সুযোগে রূপান্তরিত করে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, গত জুন মাসের মন কি বাত অনুষ্ঠানে সেই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মনে করিয়ে দিয়েছিলেন, এ বছর শুধু কোভিড নয়, ভূমিকম্প, ঘূর্ণঝড় (উম্পুন ও নিসর্গ), পঙ্গপাল হানা, ভারত-চিন সীমান্ত সমস্যা-সহ আরও বেশ কয়েকটি অসুবিধের মুখে পড়তে হয়েছে দেশবাসীকে। একইসঙ্গে দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য নমো বলেন, ভারত সবসময় তার সমস্যাগুলিকে সুযোগে রূপান্তরিত করে সামনের দিকে এগিয়ে গিয়েছে। হাল না-ছাড়ার পরামর্শ দিয়েছিলেন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/300Y8gG

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages