বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

ভুয়া মেডিকেল টেস্ট, অর্ধ লাখ টাকা জরিমানা

ভুয়া মেডিকেল টেস্ট, অর্ধ লাখ টাকা জরিমানা

পঞ্চগড় সংবাদদাতা

পঞ্চগড়ে ভুয়া মেডিকেল টেস্ট করানোর দায়ে দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ জুলাই) দুপুরে পঞ্চগড় পৌর শহরের কায়েতপাড়ায় লিজিটপ্লাস এ্যাফিলিয়েট লিমিটেড অফিসে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

দীর্ঘদিন ধরে লিজিটপ্লাস এ্যাফিলিয়েট লিমিটেড নামক প্রতিষ্ঠানে ভুয়া মেডিকেল টেস্ট করে আসছিলেন আবু বক্কর সিদ্দিক ও হেকিম রবিউল ইসলাম। 

আবু বক্কর সিদ্দিকের বাড়ি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় এবং হেকিম রবিউল ইসলামের বাড়ি আটোয়ারী উপজেলার গিরাগাঁও এলাকায়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, চিকিৎসার নামে তারা দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে  প্রতারণা করে আসছিলেন। সংবাদ পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জরিমানা করেছেন। 

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. তোফায়েল আহমদ।

 

নাঈম/বকুল



from Risingbd Bangla News https://ift.tt/2Bmzb5Q

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages