বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

'রামমন্দিরের নির্মাণ শুরু হলে ভগবান রামচন্দ্রই কোভিড ভাইরাসকে দমন করবেন'

এই সময় ডিজিটাল ডেস্ক: একবার রামমন্দিরের নির্মাণকাজ শুরু হয়ে গেলে, পালানোর পথ পাবে না। তিনি, রামচন্দ্রই তুষ্ট হয়ে 'দুষ্ট' ভাইরাসকে দমন করবেন। এই বিশ্বাস যাঁর, তিনি যে একজন রামভক্ত তা বলার অপেক্ষা রাখে না। তাঁর রাজনৈতিক পরিচয় উল্লেখ না-করলেও যে কেউই বুঝে নেবেন তিনি ভারতীয় জনতা পার্টিরই কেউ একজন হবেন। এই রামভক্ত মানুষটির নাম রামেশ্বর শর্মা। বিজেপি নেতা ছাড়াও তাঁর আর একটি পরিচয় তিনি মধ্যপ্রদেশ বিধানসভার প্রটেম স্পিকার। বিজেপির প্রবীণ এই নেতা মন থেকেই বিশ্বাস করেন, অযোধ্যায় রামমন্দিরের নির্মাণকাজ একবার শুরু হলে, করোনাভাইরাস মহামারীর সংকটও ক্রমে কাটবে। ৫ অগস্ট ভূমিপুজো রয়েছে অযোধ্যার রামমন্দিরের। বুধবার গ্বালিয়রে এক সাংবাদিক বৈঠকে বলেন, 'তিনি (ভগবান রামচন্দ্র) মানবজাতির কল্যাণে এবং রাক্ষসদের হত্যা করার জন্য পুনর্জন্ম নিয়েছিলেন। রামমন্দিরটি নির্মাণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কোভিড মহামারীর ধ্বংসও শুরু হবে।' মধ্যপ্রদেশ বিধানসভার প্রটেম স্পিকারের কথায়, 'কেবল ভারত নয়, গোটা বিশ্ব করোনভাইরাসের কারণে ভুগছে। আমরা কেবল সামাজিক দূরত্ব বজায় রাখছি না। আমাদের পবিত্র দেবদেবতাদের স্মরণ করছি। সুপ্রিম কোর্টও তৈরির নির্দেশ দিয়েছে।' করোনা সংকটের মধ্যেই অযোধ্যায় রামমন্দিরের জন্য ভূমিপুজোর প্রস্তুতির কাজ শুরু হয়ে যাবে ৩ অগস্ট থেকে। ভূমিপুজো হবে ৫ অগস্ট। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি অযোধ্যায় রামজন্মভূমিতে পা রাখবেন। রামজন্মভূমি ট্রাস্টের তরফে জানানো হয়েছে, বারণসীর পুরোহিতরা ভূমিপুজোর দায়িত্বে থাকবেন। তাঁদের সঙ্গে থাকবেন অযোধ্যার পুরোহিতরাও। ভূমিপুজোর দিন গর্ভগৃহে পাঁচটি রুপোর ইট রাখা হবে। গর্ভগৃহ হবে আটকোনা। বিশ্ব হিন্দু পরিষদ মন্দিরের যে নকশা বানিয়েছিল, মূলত সেটাই অনুসরণ করা হচ্ছে, তবে তা আরও বড় করা হয়েছে। তিনটি গম্বুজের জায়গায় পাঁচটি গম্বুজ থাকবে। মন্দিরের আয়তন হবে প্রায় ৮৪ হাজার বর্গফুট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো থাকছেনই। সেইসঙ্গে আমন্ত্রিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর প্রধান মোহন ভাগবত, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-সহ প্রায় শ'তিনেক অতিথি। এদিকে, বুধবারই শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি জানিয়েছেন, নরেন্দ্র মোদী রামন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি আরও জানান সামাজিক দূরত্ববিধি মাথায় রেখেই যাবতীয় পরিকল্পনা করা হয়েছে। দু'শো জনের বেশি সেখানে উপস্থিত থাকবেন না। ওয়ার্ল্ডোমিটারের ট্র্যাকার জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ১ হাজার ১১৭ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন। দিনে ১ হাজারের উপর মৃত্যু উদ্বেগেরই। সব মিলিয়ে এ পর্যন্ত গোটা দেশে করোনার বলি হয়েছেন ২৯ হাজার ৮৮৭ জন।দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ৩৪৬। এর মধ্যে সংকটজনক অবস্থা ৮,৯৪৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭ লক্ষ ৮২ হাজার ৭৮০ জন। এ পর্যন্ত গোটা দেশে ১ কোটি ৪৭ লক্ষ ২৪ হাজার ৫৪৬টি নমুনা টেস্ট হয়েছে। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় ১০ হাজার ৬৬৪ জনের টেস্ট করা সম্ভব হয়েছে। ভারতে গত কয়েক দিনে কোভিড টেস্টের হার উল্লেখজনক ভাবে বেড়েছে। ভারতে সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়তে থাকলেও, মৃত্যু কিন্তু সেই তুলনায় অনেক কম। আমেরিকাতে যেখানে প্রতি ১০ লক্ষে ৪৩৯ জন মারা গিয়েছেন, ব্রাজিলে এই সংখ্যাটা ৩৮৫, সেখানে ভারতে ২২ জনের মৃত্যু হয়েছে। প্রথম দশে ভারত ছাড়া যে ক'টি দেশ আছে, সবার থেকে ভারতে মৃত্যুহার কম।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2ZQeokr

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages