এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ওডিশা পুলিশের () সঙ্গে গুলির লড়াইয়ে আরও দুই () নিহত হয়েছে। রাজ্যের ডিজিপি অভয় জানান, ওডিশার জেলায় এনকাউন্টারে () মাওবাদীদের এক মহিলা ক্যাডার-সহ দু'জন নিহত হয়েছে। ওডিশা পুলিশের বরিষ্ঠ এক আধিকারিক জানান, সূত্র মারফত খবর পেয়ে স্পেশ্যাল অপারেশন গ্রুপ (SOG) ও জেলা স্বেচ্ছাসেবক বাহিনী, DVF-এর একটি যৌথ টিম বৃহস্পতিবার সন্ধ্যায় তুমুদিবান্ধা এলাকায় অভিযানে গিয়েছিল। সেসময় এই যৌথ বাহিনীকে লক্ষ্য করে ওপেন গুলি চালায় মাওবাদীরা। SOG ও DVF-এর প্রত্যাঘাতে এক মহিলা ক্যাডার-সহ দুই বাম চরমপন্থী ঘটনাস্থলেই নিহত হয়েছে। রাজ্য পুলিশের কর্তা জানান, সংঘর্ষের পর নিহত দুই মাওবাদীর মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দু'জনেই পোশাক পরা ছিল। একটি ইনসাস, একটি কারবাইন এবং দু'টি দেশি আগ্নেয়াস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন: অভয় জানান, অভিযানের আগে মাওবাদীদের অস্ত্রসমর্পণ করে, মূলস্রোতে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু, তারা অস্ত্র নামিয়ে আত্মসমর্পণের প্রস্তাব গ্রহণ করে। উলটে ওপেন গুলি চালায়। ফলে, যৌথ বাহিনীকেও গুলি চালাতে হয়। চলতি মাসের প্রথম দিকে এই কান্ধামালে এক এনকাউন্টারে SOG & DVF-এর একটি টিম চার মাওবাদীকে খতম করে। চরমপন্থীদের উপস্থিতির খবর পেয়ে ৫ জুলাই কান্ধামালের জঙ্গলে অভিযান চালানো হয়েছিল। নিহত ওই চার মাওবাদীর মিলিত মাথার দাম ছিল ৩৪ লক্ষ টাকা। আরও পড়ুন: সফল ওই অভিযানের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব ও ডিজিপিকে উদ্দেশ্য করে একটি চিঠি পাঠিয়েছেন। মাওবাদীদের বিরুদ্ধে ওডিশা পুলিশের সফল অভিযানের জন্য অভিনন্দন জানানো হয়েছে। এদিকে, ছত্তীসগঢ়ের দন্তেওয়াড়ায় এদিন আরও দুই মাওবাদী নিহত হয়েছে। দন্তেওয়াড়ার পুলিশসুপার জানান, পার্টি ক্যাডারের গুলিতেই ওই দুই মাওবাদী নিহত হয়। নিহতদের বাঁচানোর চেষ্টা করায় স্থানীয় তিন গ্রামবাসীকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। আরও পড়ুন: জঙ্গলেও কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ায়, ছত্তীসগঢ়ের দন্তেওয়াড়ায় মাওবাদীরা ঘরে ফিরতে শুরু করেছে। সামান্য সর্দিকাশি হলেও জঙ্গলের মাও শিবিরে দলীয় ক্যাডারদের থাকতে দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে ওই ক্যাডারদের ঘরে ফিরতে হচ্ছে। ঘরে ফিরে সম্প্রতি কয়েক জন পুলিশের কাছে আত্মসমর্পণও করেছে। কোভিড ছড়ানোর আশঙ্কায় গ্রামের মানুষকে সতর্ক করেছে পুলিশ। কোনও মাওবাদী ঘরে ফিরলে, তা পুলিশের গোচরে আনতে বলা হয়েছে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ePhUju
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন