উগান্ডায় করোনায় প্রথম মৃত্যু
নিউজ ডেস্কআফ্রিকার দেশ উগান্ডায় বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণারয়ের দেওয়া তথ্যমতে এটি সেদেশে করোনা সংক্রান্ত প্রথম মৃত্যু। খবর আনাদোলু এজেন্সি ও আল জাজিরার।
উগান্ডার স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক ডা. হেনরি মেউয়িবেসা জানিয়েছেন করোনায় মারা যাওয়া ওই নারীর বয়স ৩৪। তিনি ইস্টার্ন উগান্ডার এমবালে জেলার বাসিন্দা ছিলেন।
তিনি বলেছেন— এই মৃত্যু আমাদের চোখ খুলে দিয়েছে। আমাদের দেশের মানুষ মনে করছে এখানকার করোনা বিশ্বের অন্যান্য স্থানের চেয়ে আলাদা। কিন্তু না। সব করোনাই ভয়ঙ্কর। সেটার প্রমাণ এই ৩৪ বছর বয়সী নারীর মৃত্যু। সুতরাং সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখা। মাস্ক পরুন। মাঝে মাঝেই হাত ধৌত করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।
উগান্ডায় এ পর্যন্ত ১ হাজার ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে সেরে উঠেছে ৯৭১ জন। মারা গেল ১ জন।
বিশ্বব্যাপী এ পর্যন্ত ১ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ৪৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ৩৬ হাজার ৩৮৪ জন। সেরে উঠেছে ৯৫ লাখ ৩৪ হাজার ৮৪০ জন।
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/2EhQLt3
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন