ভোমরা স্থলবন্দরে রাজস্ব আয়ে ঘাটতি ৬০৩ কোটি টাকা
সাতক্ষীরা প্রতিনিধিসাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৬০৩ কোটি টাকা কম হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ২০১৯-২০ অর্থবছরে এ বন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১১ শত ৮৬ কোটি ৩৮ লাখ টাকা। এর বিপরীতে আয় হয় ৫ শত ৮৩ কোটি ৪০ লাখ টাকা। ফলে রাজস্ব আয়ে ঘাটতি হয়েছে ৬ শত ২ কোটি ৯৮ লাখ টাকা।
বুধবার (২২ জুলাই) বিকেলে ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার রেজাউল করিম এ তথ্য জানান।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে দীর্ঘ তিন মাস বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল।
রেজাউল করিম জানান, চলতি ২০২০-২১ অর্থবছরে ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২ কোটি ৫ লাখ টাকা। আর ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত আয় হয়েছে ৩৫ কোটি ৩৪ লাখ টাকা।
গত ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ হাজার ৩৩ কোটি টাকা। সেখানে আয় হয় ১ হাজার ৩২ কোটি টাকার উপরে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, করোনা পরিস্থিতিতে আমদানি-রপ্তানি কার্যক্রম দীর্ঘ তিন মাস বন্ধ থাকা এবং ব্যবসায়ীরা ভোমরা বন্দরের তুলনায় অন্যান্য বন্দরে সুযোগ-সুবিধা বেশি পাওয়ায় এ বন্দর থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় রাজস্ব আয়ে ঘাটতি দেখা দিয়েছে।
সহকারী কমিশনার রেজাউল করিম জানান, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য অব্যাহত থাকলে সরকারের বেঁধে দেওয়া রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
শাহীন/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/2WPjZ8Z
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন