বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ২০ জুলাই, ২০২০

এক বছরের কম বয়সী ৮৫ শিশু করোনায় আক্রান্ত

এক বছরের কম বয়সী ৮৫ শিশু করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে ১ বছরের কম বয়সী ৮৫ শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর নিউইয়র্ক পোস্ট ও সিএনএনের।

জনস্বাস্থ্য বিভাগের ডিরেক্টর আন্নেতে রদ্রিগুয়েজ এ বিষয়ে বলেছেন— আমাদের এখানে এক বছরের কম বয়সী ৮৫টি শিশু রয়েছে, যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই শিশুরা এখনো তাদের প্রথম জন্মদিনও পালন করতে পারেনি। গেল সপ্তাহে ছয় মাসেরও কম বয়সী একটি শিশু করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। দয়া করে আমাদেরকে সাহায্য করুন, যাতে করোনাভাইরাস আর না ছড়ায়।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের (সিডিসি) প্রকাশিত ডাটা অনুযায়ী যেসব শিশুদের বয়স ১ বছরের নিচে তাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এবং করোনা আক্রান্ত হলে তাদের মধ্যে জটিলতা বেশি দেখা দিচ্ছে। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজ্যগুলোতে করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে তার মধ্যে অন্যতম টেক্সাস। যেখানে দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। টেক্সাসে এ পর্যন্ত ৩ লাখ ৩৭ হাজার ৮৯০ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ হাজার ৪৬ জন।

 

ঢাকা/আমিনুল



from Risingbd Bangla News https://ift.tt/32zkJCB

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages