বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

আফ্রিকায় দ্রুত বাড়ছে সংক্রমণ, শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আফ্রিকায় দ্রুত বাড়ছে সংক্রমণ, শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক

সুবিধাবঞ্চিত আফ্রিকা মহাদেশে দ্রুত বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। বিষয়টি নিয়ে যারপরনাই শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। খবর আল জাজিরার।

হু’র মতে আফ্রিকা মহাদেশে সংক্রমণ বাড়ায় সেখানে দ্রুত স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। আর সে লক্ষ্যে তাদের জরুরি সাহায্য-সহযোগিতা প্রয়োজন।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান বলেছেন— আমি খুবই শঙ্কিত এখন। কারণ, আফ্রিকা মহাদেশে দ্রুত বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। বিষয়টিকে গুরুত্বসহকারে নেওয়া উচিত আমাদের। যেসব দেশে সংক্রমণ বাড়ছে সেগুলোর অনেক দেশের স্বাস্থ্য ব্যবস্থাই ভঙ্গুর। রয়েছে অন্তঃকোন্দল ও যুদ্ধ। করোনার বিরুদ্ধে লড়তে অনেক দেশেরই জরুরি সাহায্য-সহযোগিতা প্রয়োজন। 

আফ্রিকা মহাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছে ১৫ হাজার ৪৬৫ জন।

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকায়। দেশটিতে ইতিমধ্যে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৬২৮ জন। মারা গেছে ৫ হাজার ১৭৩ জন। মিশরে আক্রান্ত হয়েছে ৮৮ হাজার ৪০২ জন। মারা গেছে ৪ হাজার ৩৫২ জন। নাইজেরিয়ায় আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ২২৫ জন। মারা গেছে ৮০১ জন।

 

ঢাকা/আমিনুল



from Risingbd Bangla News https://ift.tt/3fQeCxQ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages