বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

এ বার বাইক-গাড়ির বিমাও Amazon-এ

এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে ব্যবসায় পা রাখল অ্যামাজন। বৃহস্পতিবার থেকে এদেশে দু'চাকা এবং চার চাকার গাড়ির বিমা পরিষেবা শুরু করলো তারা। ভারতই প্রথম দেশ যেখানে এই বিমা পরিষেবার ব্যবসায় পা রাখল। নতুন এই ব্যবসায় যৌথ ভাবে পা রেখেছে অ্যামাজন। গাড়ি এবং বাইকের বিমা পরিষেবা দেওয়ার জন্য বেসরকারি বিমা সংস্থা জেনারেল ইনস্যুরেন্সের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে অ্যামাজন ইন্ডিয়ার পেমেন্ট শাখা অ্যামাজন পে। এদিন এক ব্লগপোস্টে সংস্থার তরফে একথা জানানো হয়েছে। আগামী দিনে হেল্থ, ফ্ল্যাইট এবং ক্যাবের বিমা পরিষেবার কথা চিন্তাভাবনা করছে তারা। উল্লেখ্য, Acko-তে অ্যামাজনেরও লগ্নি আছে। আপাতত অ্যামাজন অ্যাপ এবং মোবাইল ওয়েবসাইটের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাবে। অ্যামাজন প্রাইমের গ্রাহকদের জন্য অতিরিক্ত ছাড় এবং সুযোগ সুবিধার কথা জানিয়েছে তারা। বার্ষিক ৯৯৯ টাকার বিনিময়ে অ্যামাজন প্রাইমের গ্রাহক হওয়া যায়। অ্যামাজন প্রাইমের গ্রাহকরা নানা বিশেষ পরিষেবা পান। বিভিন্ন আইনি বিধিনিষেধ সত্বেও ভারতে অ্যামাজনের ব্যবসা ক্রমশ বাড়ছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে এই দেশে বিপুল লগ্নি এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে তারা। এরই অঙ্গ হিসেবে গাড়ি বিমার মাধ্যমে এদেশে তারা বিমা ক্ষেত্রে পা রাখল বলে মত বাজার বিশেষজ্ঞদের। ভারতে বিমা ব্যবসার বিপুল সম্ভাবনা আছে। ২০১৭ সাল পর্যন্ত দেশের ৩ শতাংশেরও কম মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছিল। এই সম্ভাবনাময় বাজারের কথা মাথায় রেখে পেটিএম এবং পলিসিবাজারের মতো ভারতীয় সংস্থা বিমা ব্যবসায় পা রেখেছে। চলতি মাসের শুরুতে Raheja QBE জেনারেল ইনস্যুরেন্স অধিগ্রহণ করে পেটিএম। দু'চাকা এবং চার চাকা গাড়ি বিমার ব্যবসায় অ্যামাজন পা রাখায় এই সমস্ত সংস্থা চাপে পড়ে যাবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন:


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/32KbuQl

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages