বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১৭ জুন, ২০২০

করোনার গ্রাসে বিশ্ব LIVE: আশা জোগাচ্ছে ডেক্সামেথাসন, আক্রান্তের সংখ্যা বেড়ে ৮২ লক্ষ ৫৬ হাজার

কখনও হাইড্রক্সিক্লোরোকুইন, কখনও আবার রেমডেসিভির। ওষুধ না থাকায় অন্যান্য রোগের দাওয়াই দিয়েই করোনা আক্রান্তদের চিকিৎসা হচ্ছে বিশ্বজুড়ে। তা নিয়ে বিভ্রান্তির মাঝেই ব্রিটেনের একদল গবেষকের দাবি, কোভিড-১৯ সংক্রামিতদের জন্য ‘মৃতসঞ্জীবনী’ খুঁজে পেয়েছেন তাঁরা। গত মার্চ থেকে গবেষণা চালিয়ে তাঁরা দেখেছেন, জেনেরিক স্টেরয়েড ‘ডেক্সামেথাসন’-এর স্বল্প মাত্রায় ব্যবহার ভেন্টিলেটরে থাকা করোনা রোগীদের মৃত্যুহার ৪০ শতাংশ থেকে ২৮ শতাংশে নামিয়ে আনে। অক্সিজেন সাহায্যে থাকা রোগীদের ক্ষেত্রে মৃত্যুহার ২৫ শতাংশ থেকে কমে দাঁড়ায় ২০ শতাংশে। খাস রাজধানীতে নতুন সংক্রমণ চিন্তায় ফেলে দিয়েছে প্রশাসনকে। ইতিমধ্যেই ৩০টি আবাসন এলাকাকে পুরোদস্তুর সিল করে দেওয়া হয়েছে। নোভেল করোনাভাইরাসের উৎসস্থল চিনেরই উহান শহর। তবে সামগ্রিক ভাবে দেশের অন্যান্য অঞ্চলে এই ভাইরাসের সংক্রমণ রুখে দিতে সক্ষম হয়েছিল চিন। এ বছর জানুয়ারি মাসে বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর নিরিখে এক নম্বর ছিল চিন। কিন্তু উহানের বাইরে সংক্রমণ বিশেষ ছড়াতে না-দিয়ে এখন তারা সংক্রমণের নিরিখে ১৯ নম্বর ও মৃত্যুর নিরিখে ১৮ নম্বর স্থানে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রিউমাটয়েড আরথারাইটিস এবং অ্যাসমার মতো অসুখে বহু দিন ধরেই ডেক্সামেথাসন ব্যবহৃত। তবে কোভিড-১৯ আক্রান্তদের মৃত্যুহার কমানো নিয়ে ব্রিটেনের গবেষকদের দাবিতে বিশ্বাস করার মতো জোরালো প্রমাণ এখনও নেই। তা বাদে, একমাত্র বাড়াবাড়ি হলেই ডেক্সোমেথাসনের ব্যবহার কাজে দেয় বলে দাবি গবেষকদের। সেক্ষেত্রে যাঁদের উপসর্গ অল্প বা মাঝারি, তাঁদের চিকিৎসা কী ভাবে হবে, স্পষ্ট নয়। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী আমেরিকায় কোভিড-১৯-এ মৃতের সংখ্যা (১,১৬,৫২৬) প্রথম বিশ্বযুদ্ধে মৃত মার্কিনের সংখ্যা (১,১৬,৫১৬) ছাড়িয়ে গেল। ২৪ দিন পরে ফের করোনা সংক্রমণ নিউজিল্যান্ডে। সংক্রমিত হয়েছেন দুই মহিলা। মৃত্যুপথযাত্রী আত্মীয়কে দেখতে বিশেষ অনুমতি নিয়ে দিন কয়েক আগেই ব্রিটেন থেকে নিউজিল্যান্ড এসেছিলেন তাঁরা।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2N2vfJB

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages