এই সময় ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক সময় করোনা-গড় বুধবারও ধরে রাখল পশ্চিমবঙ্গ। রাজ্যের চিত্রটা কী, তা দেখে নেব একনজরে। ---আজ, বৃহস্পতিবার মুখ্যসচিবের নেতৃত্বে রাজ্য প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তারা বৈঠক করবেন বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে। সেখানে রোগী প্রত্যাখ্যান ইস্যুর পাশাপাশি আলোচ্যসূচির প্রধান অংশ হতে চলেছে ‘রিয়েল-টাইম বেড স্টেটাস’ চালুর বিষয়টি, যাতে প্রতি ঘণ্টায় হাসপাতালগুলির খালি ও ভর্তি বেড-সংখ্যার ‘আপডেট’ জানতে পারেন সাধারণ মানুষ। এ দিন নবান্ন সভাঘরে রাজ্যের সবক’টি চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে লম্বা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ---গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত হয়েছেন ৩৯১ জন, সেইসঙ্গে মৃত্যু হয়েছে ১১ জনের। ---সবচেয়ে আশাজনক বিষয় হল এই ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫০৫ জন মানুষ। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩০০। যার মধ্যে অ্যাক্টিভ কেস ৫২৬১ জন। আর এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬৫৩৩ জন। তবে, নতুন করে আরও ১১ জনের মৃত্যু হওয়ায় এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০৬ জন। ---রাজ্যে মোট ৪৬টি ল্যাবে বৃহস্পতিবার আরও ৯২২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট ৩ লক্ষ ৬০ হাজার ৯৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। অর্থাৎ মোট টেস্টের ৩.৪১ শতাংশ মানুষের রেজাল্ট পজিটিভ এসেছে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ddFjKq
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন