এই সময় ডিজিটাল ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দু-দু'টি জোরালো ভূম্পিকম্প আঘাত হানল নিউ জিল্যান্ডে। বৃহস্পতিবার দুপুরের পর শুক্রবার ভোররাতেও কেঁপে উঠল নিউ জিল্যান্ডের ভূমি। সেখানকার ভূ-তাত্ত্বিক ঝুঁকি নিরীক্ষণ সংস্থা, GeoNet সূত্রে খবর, শুক্রবার নিউ জিল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে গিসবর্ন উপকূলে আঘাত হানে ভূমিকম্প। রিখটারে দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতাও ৭.৪। সূত্রের খবর, নিউ জিল্যান্ডের উত্তর দ্বীপের (North Island) পূর্ব উপকূল (east coast) জুড়ে প্রচণ্ড কম্পন (Strong tremors) অনুভূত হয়। GeoNet সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় ভোররাত ১২.৪৯ মিনিটে এই তীব্র কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে, শুক্রবার গিসবর্ন উপকূল থেকে ৭০০ কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত করে। ভূ-গর্ভস্থ গভীরতা ছিল ৩৩ কিলোমিটার। কোথাও কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা আশ্বস্ত করে জানিয়েছে, ভূমিকম্পের জেরে সুনামির আশঙ্কা নেই। এর আগে নিউ জিল্যান্ডের স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা দেড়টায় আর একটি ভূমিকম্প আঘাত হানে দেশের উত্তর অংশে। রিখটার স্কেলে তারও তীব্রতা ছিল ৭.৪ । হতাহতের খরব পাওয়া যায়নি। তবে, নিউ জিল্যান্ড ও তার পার্শ্ববর্তী পর্যটন হটস্পট ফিজি ও ভানুয়াতুতে সুনামি সতর্কতা জারি হয়েছে। দ্য প্যাসিফিক সুনামি সতর্ককারী সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে ফিজি, কার্মাদেক দ্বীপ, নিউ ক্যালেডোনিয়া, নাইয়ু, টোঙ্গা ও ভানুয়াতে সুনামি হতে পারে। সংস্থাটির প্রাথমিক তথ্য বলছে, কার্মাদেক দ্বীপের দক্ষিণে এবং নিউ জিল্যান্ডের উত্তর দ্বীপ থেকে ৮০০-১০০০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। দ্য মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা বলছে, ১৮ জুনের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নিউ জিল্যান্ডের উত্তর আইল্যান্ডের অপোটিকি শহর থেকে ৬৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/30TSZb0
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন