বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

লাদাখে চিনের ৩৫ সেনা নিহত, দাবি মার্কিন রিপোর্টে

এই সময় ডিজিটাল ডেস্ক: পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ভারতের সঙ্গে সংঘাতে ঠিক কত জন চিনাসেনা নিহত হয়েছেন, তা নিয়ে ধন্দ কাটেনি। সংবাদ সংস্থা এএনআই বিশেষ সূত্রের উল্লেখ করে, চিনের তরফে ৪৩ জন হতাহত হয়েছে বলে মঙ্গলবার দাবি করলেও, নির্দিষ্ট করে শুধু মৃত্যুর সংখ্যা জানাতে ব্যর্থ হয়। লাদাখকাণ্ডে হতাহত নিয়ে বেজিং চুপ করে থাকায়, এ নিয়ে ধন্দ আরও বাড়ে। এরই মধ্যে বৃহস্পতিবার মার্কিন মিডিয়ার এক রিপোর্টে দাবি করা হয়েছে, সোমবার (১৫ জুন ) রাতের পূর্ব লাদাখের সংঘর্ষে ৩৫ চিনাসেনা নিহত হয়েছেন। মার্কিন গোয়েন্দাদের ধারণা, পূর্ব লাদাখে চিনের মারাত্মক ক্ষতিই হয়েছে। যে কারণে নিহতের সংখ্যা গোপন করে যাচ্ছে। প্রকাশনা সংস্থা ইউএস নিউজ সূত্রে খবর, ভারতের হাতে গলওয়ান উপত্যকায় বড় সংখ্যক সেনার প্রাণহানিকে চিনের কাছে অপমানজনক ঠেকেছে। যে কারণে বেজিং হতাহতের সংখ্যা ঘোষণা করতে অনিচ্ছুক। কারণ, বেজিংয়ের ধারণা, চিনের 'শত্রু'রা এতে আরও উত্‍‌সাহিত হয়ে পড়বে। তাই ঘটনার দু-দিন পরেও পূর্ব লাদাখে চিনের তরফে হতাহত নিয়ে কোনও বিবৃতি বেজিং দেয়নি। মার্কিন গোয়েন্দাদের রিপোর্টেও গুলি চলার কথা বলা হয়নি। ভারতীয় বাহিনী ও চিনাসেনার তরফেও গুলিচলার বিষয়টি অস্বীকার করা হয়। মার্কিন গোয়েন্দারা জানাচ্ছেন, লাঠি, ছুরির আঘাত ছাড়াও দু-পক্ষের অনেক জওয়ান মারা গিয়েছেন খাড়া থেকে পড়ে গিয়ে। কাঁটাতার জড়ানো এক ধরনের ব্যাটন যে চিনাসেনারা ব্যবহার করেছিল, ইতিমধ্যে তা সামনে এসেছে। এদিকে, ভারতীয় সেনা বাহিনীর তরফে চিনের সঙ্গে সংঘাতে ২০ জওয়ানের শহিদ হওয়ার খবর ঘটনার পরদিনই ঘোষণা করা হয়েছে। নিহতদের মধ্যে বিহার রেজিমেন্টের এক অফিসার কর্নেল সন্তোষ বাবুও রয়েছেন। এদিকে, গলওয়ানে আহত আরও ৪ ভারতীয় জওয়ানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে শোনা গিয়েছিল। বুধবার রাতে ভারতীয় সেনার একটি সূত্রে জানানো হয়েছে, ওই চার সেনা জওয়ানের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ১৫ জুন, সোমবার রাতে ঘটনার সূত্রপাত। পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু-পক্ষের সেনারা। ভারতীয় সেনাকে লক্ষ্য করে প্রথমে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। যা থেকে ঘটনা বড় আকার নেয়। এই ঘটনার জন্য চিনের আগ্রাসী মনোভাবকেই ভারতের তরফে দোষারোপ করা হয়েছে। ভারতীয় সেনা সূত্রে খবর, গলওয়ানে পয়েন্ট ১৪-তে ভারতীয় এলাকায় ভিতরে ঢুকে তাঁবু খাটিয়েছিল চিনাসেনারা। ভারতীয় জওয়ানরা টহলদারির সময় তা দেখতে পেয়ে, সরিয়ে দেন। চিনের সেনারা তাঁবু সরাতে দেখে পাহাড়ের ওপর থেকে প্রথমে পাথর ছোড়ে। তার পর রড হাতে নেমে আসে। শুরু হয় হাতাহাতি। তা থেকেই বড় সংঘর্ষ বেধে যায়। আমেরিকা যে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে, বুধবারই মার্কিন বিদেশ দফতরের তরফে তা জানানো হয়েছিল। নিহত ভারতীয় সেনাদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছিলেন মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র। শান্তিপূর্ণ পথেই ভারত-চিন সীমান্ত সমস্যার সমাধান করবে বলে আশাপ্রকাশ করে আমেরিকা। সীমান্ত নিয়ে ভারত-চিনের সংঘাতে প্রথম থেকেই নজর রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ২ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেদিনও লাদাখের উত্তেজনা নিয়ে কথা হয়েছিল। ভারত-চিনের সীমান্ত সমস্যা মেটাতে মধ্যস্থতা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৮ মে তিনি এই প্রস্তাব দিলে, ভারত বা চিন কোনও পক্ষই তাতে রাজি হয়নি। ফলে, ট্রাম্পও পিছিয়ে যান।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2CcZ8op

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages