বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

JNU-এর মতোই হামলা এবার বিশ্বভারতীর হস্টেলে, ফের অভিযুক্ত ABVP!

এই সময় ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে ক্যাম্পাসে ঢুকে ফের পড়ুয়াদের পেটানোর অভিযোগ উঠল ABVP-র বিরুদ্ধে। তবে ঘটনাস্থল এবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) নয়, বাংলার শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বুধবার রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে এমনই এক ভিডিয়ো। অভিযোগ, ছেলেদের হস্টেলে ঢুকে বেধড়ক মারধর করেছে গেরুয়া শিবিরের সংগঠন। হামলায় কমপক্ষে দু'জন আহত বলে খবর। আহত দুই ছাত্রের নাম স্বপ্ননীল মুখোপাধ্যায় ও ফাল্গুনী পান। রাতেই তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ফেসবুক পোস্টে হাসপাতালে ভর্তি স্বপ্ননীলের অভিযোগ, বুধবারই প্রথমে 'বচসা ও ধস্তাধস্তি' হয়েছিল। পরে সন্ধ্যায় রাস্তায় একা পেয়ে 'হামলা' চালানো হয়। উইকেট, কাঠের তক্তা দিয়ে হামলা চালানো হয় বলে ভিডিয়োয় জানিয়েছে ওই পড়ুয়া। পড়ুয়াদের অভিযোগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়ির সঙ্গেই বাইক চালিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা। যদিও ABVP-র তরফে এই সংক্রান্ত কোনও প্রতিক্রিয়া এখনও আসেনি। প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি CAA নিয়ে এক সেমিনারে যোগ দিতে এসে পড়ুয়াদের একাংশের তীব্র বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যসভার BJP সাংসদ স্বপন দাশগুপ্ত। বেশ কিছুক্ষণ সেমিনার হলের ভিতরেই আটকে ছিলেন তিনি। এছাড়াও NRC-CAA বিরোধী প্রতিবাদ দেখা গিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali | Eisamay https://ift.tt/2tdSomm

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages