এই সময় ডিজিটাল ডেস্ক: কালো পতাকা তো বটেই, এমনকি চলবে না কালো টি শার্ট, কালো টুপি বা কালো স্কার্ফ। হঠাৎ এমনই নির্দেশে বিপদে পড়লেন ওয়াংখেড়েতে খেলা দেখতে আসা অনেক ক্রীড়াপ্রেমী। কারণ কী? লিখিত কোনও নির্দেশিকা আগে থাকতে ছিল না ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের জন্য। কিন্তু ওয়াংখেড়েতে মঙ্গলবার দুপুরে কালো পতাকা, টি-শার্ট নিয়ে ঢুকতে দেওয়া হয়নি যাতে কালো রঙের মাধ্যমে কেউ প্রতিবাদ করতে না পারেন। তাতে অবশ্য সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরুদ্ধে প্রতিবাদ আটকানো যায়নি। অনেক তরুণ ছেলেমেয়ে জামার ভিতরে ‘নো সিএএ, এনআরসি’ লেখা টি-শার্ট পরে গিয়েছিলেন। তাঁরা রীতিমতো স্লোগান তুলে নিজেদের জায়গা থেকেই প্রতিবাদ করেন। আবার এ রকম কয়েকজনকে গ্যালারি থেকে বের করে দেয় পুলিশ। তবে কালো পোশাক বা কালো টুপি পরে যাঁরা এসেছিলেন, তাঁরা সোচ্চার হন সোশ্যাল মিডিয়ায়। এক সর্বভারতীয় পত্রিকার বিনোদন বিষয়ক লেখক খেলা দেখতে গিয়েছিলেন। তিনি টুইট করেন, ‘আমি এখন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখানে কালো টি শার্ট, কালো পতাকা, কালো টুপি, ব্যানার কিছু নিয়ে ঢুকতে দিচ্ছে না।’ তিনিই পরে লেখেন, ‘আমার এক বন্ধু কালো টি শার্ট পরে এসেছিল। ভারতের পতাকা জড়িয়ে নেওয়ায় ওকে পুলিশ ঢুকতে দিয়েছে।’ তবে স্টেডিয়ামের সব গেটেই এই ঘটনা ঘটেছে কি না পরিষ্কার ভাবে জানা যায়নি। ওয়াংখেড়ে স্টেডিয়ামের নর্থগেটেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ওই গেট দিয়ে যাঁরা কালো কিছু পরে ঢুকতে গিয়েছিলেন, তাঁদেরই সমস্যায় পড়তে হয়েছিল। অনেকে সোশ্যাল মিডিয়ায় জানাতে থাকেন, চেন্নাইয়ের চিপকেও এ রকম ঘটনা ঘটেছে আগে। কালো পোশাক পরে ঢুকতে দেওয়া হয়নি ওই স্টেডিয়ামেও। মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের এই ঘটনা নিয়ে মুম্বই ক্রিকেট সংস্থা কোনও মন্তব্য করেনি। ইদানিংকালে ভারতের কোনও ম্যাচে এই ভাবে স্পষ্ট করে রাজনৈতিক রং লাগেনি গ্যালারিতে। আইপিএলের সময় ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান উঠেছিল। কিন্তু, ভারতের ম্যাচে এ রকম পরিস্থিতি তৈরি হয়নি।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali | Eisamay https://ift.tt/36X5UJx
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন