বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

মোদীর সফরের দ্বিতীয় দিনেও অব্যাহত বিক্ষোভ, ধর্মতলায় জমায়েত পড়ুয়াদের

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফরের বিরোধিতায় ছাত্রদের বিক্ষোভ অব্যাহত। শনিবার সন্ধ্যায় হাতে জাতীয় পতাকা নিয়ে 'আজাদি', 'নরেন্দ্র মোদী গো ব্যাক' স্লোগান দিতে দিতে রাজভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কয়েক হাজার পড়ুয়া। যার নেতৃত্বে মূলত বামপন্থী সংগঠনগুলি। শীতের রাত উপেক্ষা করে রাস্তাতেই রাত্রি যাপন করেন পড়ুয়ারা। রবিবারও সকাল থেকেই ধর্মতলায় চলছে বিক্ষোভ কর্মসূচি। কারোর হাতে জাতীয় পতাকা কেউবা মোদী-বিরোধী স্লোগান দিতে দিতেই বসে পড়েন রাস্তার উপরে। তাঁরাই পরে স্প্রে রং দিয়ে রাস্তার উপরে লিখতে শুরু করেন ‘গো ব্যাক মোদী। আপনি যে ভারতের নাগরিক, আগে সেই প্রমাণ দিন।’ ছাত্ররা জানিয়েছেন, রবিবার সকাল দশটায় ধর্মতলায় তাঁদের জমায়েত রয়েছে। সেখানে থাকছেন প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। পড়ুয়ারা জানিয়েছেন, যতক্ষণ মোদী কলকাতায় আছেন ততক্ষণ তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন। আরও পড়ুন: শনিবার, প্রধানমন্ত্রীর কলকাতা সফরের বিরোধিতায় পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বর। পড়ুয়াদের মিছিল আটকাতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। পুলিশের সঙ্গে পড়ুয়াদের একাংশের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পুলিশ-পড়ুয়া ধস্তাধস্তি বেধে যায়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। শনিবার বেলুড় মঠে রাত কাটালেও ‘গুরুজি’-র সান্নিধ্য না পাওয়ার আক্ষেপ টুইটে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, ‘আমি আনন্দিত ও উৎসাহিত যে আজ এবং আগামী কাল পশ্চিমবঙ্গে কাটাবো। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর পবিত্র সময়ে আমার রামকৃষ্ণ মিশনে যাওয়ার সৌভাগ্য হবে। বেলুড় মঠ সর্বদাই বিশিষ্ট জায়গা। তবু একটা শূন্যতাও থাকবে! আরও পড়ুন:


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali | Eisamay https://ift.tt/2Tm9CZr

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages