এই সময় ডিজিটাল ডেস্ক: বছরের প্রথম দিন পারার বেলাগাম উত্থান দেখেছিল কলকাতা। ভোরে ১২.১ ডিগ্রি সেলসিয়াসে থাকা পারা দুপুরে পৌঁছে গিয়েছিল ২৫.২ ডিগ্রিতে। তৃতীয় দিন আবার বৃষ্টিতে ‘বন্দি’ পারদ। সারা দিনে তাপমাত্রা বাড়ল মাত্র ২.২ ডিগ্রি। ভোরে ছিল ১৫.৮ ডিগ্রি, দিনের শেষে সর্বোচ্চ ১৮.০ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে সাত ডিগ্রি কম। দিনভর প্রায় একই তাপমাত্রা থাকায় স্যাঁতসেঁতে ঠান্ডা বজায় থাকল গোটা দিন ধরেই। শেষ কবে কলকাতায় এমন ‘শীতল দিন’ দেখা গিয়েছে, তা খুঁজতে বসেছেন আবহবিদরা। দেখা যাচ্ছে, ২০১২ সালের ২৮ ডিসেম্বর আলিপুরের তাপমাত্রা নেমেছিল১৮.২ ডিগ্রিতে। জানুয়ারিতে শহরে এত বৃষ্টিও হল সাত বছর পর। ২০১২ সালের ৯ জানুয়ারি ৭১ মিলিমিটার হয়েছিল কলকাতায়। শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টির পরিমাণ প্রায় ৩০ মিলিমিটার। জানুয়ারিতে বৃষ্টি অস্বাভাবিক নয়। জলবায়ুগত তথ্য বলছে, কলকাতায় জানুয়ারিতে গড়ে ১০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। একদিন রেনি ডে-ও পাওয়া যেতে পারে। শুক্রবার বৃষ্টিতে যা অস্বাভাবিক, তা হল পরিমাণ। অতিবৃষ্টির জন্য আলু, লঙ্কা, টম্যাটো, সর্ষে চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা। তার প্রভাব পড়তে পারে বাজারেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, শনিবারও বৃষ্টি হতে পারে বাংলায়। তবে শুক্রবারের তুলনায় বিস্তার এবং তীব্রতা, দুই-ই কমবে। রবিবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। সোমবার ও মঙ্গলবার জাঁকিয়ে শীতের জোর সম্ভাবনা। নতুন সপ্তাহের শুরুতে কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে। ফের দশের নীচে নামতে পারে জেলার তাপমাত্রা। ঝঞ্ঝার প্রভাবে হিমালয়ের পাহাড়ে টানা তুষারপাত চলছে। শুক্রবার বরফ পড়েছে উত্তর ও পূর্ব সিকিমের বিভিন্ন জায়গায়। বরফ পড়েছে দার্জিলিংয়ের সন্দাকফুতেও। তাই রবিবার মেঘ কেটে গেলে তুষারছোঁয়া বাতাসে ফের দাপুটে হবে শীত। তবে এই দফায় বেশি দিন জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। নতুন পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বুধবার থেকে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে। আরও পড়ুন:
from Bengali News, Latest Bengali News, Bengali Khabar, Bengali News Headlines, বেঙ্গলি খবর https://ift.tt/2ZZgMnL
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন