বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

ঢাবি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ

ঢাবি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার দিবাগত রাত ৩টার দিকে বিক্ষোভ মিছিল করেন তারা। বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ পৃথক প্রতিবাদ মিছিল করে।

জানা যায়, রাত ৩টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে কয়েকশ নেতা-কর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট থেকে শুরু হয়ে টিএসসির রাজু ভার্স্কযের পাদদেশে এসে শেষ হয়।

এর আগে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে ডাকসুর এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, ‘এ ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার জেগে থাকবে। ধর্ষণকারীকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।’

ওই ছাত্রীর ছবি ও নাম প্রকাশ না করার আবেদন জানিয়ে তিনি বলেন, ‘ধর্ষকের ছবি প্রকাশ করতে হবে।’

এ দিকে রাত সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরা। ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে রাজু ভার্স্কযের পাদদেশে এসে শেষ হয় মিছিলটি। এসময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন, পরিষদের নেতা মুহাম্মদ রাশেদ খাঁন, মো. সোহরাব হোসেন প্রমুখ।

সোমবার বেলা ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। এ ছাড়া সকাল সাড়ে ১০টায় একইস্থানে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ।


ঢাকা/ইয়ামিন/ইভা



from Risingbd Bangla News https://ift.tt/37ELEwd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages