বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

কৃত্রিম বনসাই

কৃত্রিম বনসাই

নিজস্ব প্রতিবেদক

‘‘আমার তৈরি করা আর্টিফিশিয়াল বনসাই গাছ... অরজিনাল তো অনেক দাম, আবার রক্ষণাবেক্ষণেও অনেক ঝামেলা। ঘরের সৌন্দর্য্য বর্ধন, ঘরের কোণে একটুখানি সবুজ কে না ভালোবাসে… তাই কৃত্রিমভাবে চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে... আসুন বেশি করে গাছ লাগাই’’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবে একটি পোস্ট দেন খুলনার তরুণ উদ্যোক্তা ও গ্রাফিকস ডিজাইনার মো. খালিদুল ইসলাম স্বাধীন।

স্বাধীনের নিজের হাতে তৈরি বনসাইয়ের ছবিসহ এই পোস্ট দেখে অনেকে কমেন্টস করেছেন। তার একটি এমন- ‘‘ছবি দেখে মনেই হয়নি যে এটা কৃত্রিম, বিষয়টি উল্লেখ না করলে বুঝতেই পারতাম না’’।

স্বাধীন জানান, বাসা-বাড়িতে বিভিন্ন গাছ দেখেন, যেটা দেখলে বোঝা যায় এটা প্লাস্টিকের। তার ইচ্ছা ছিল, এমন একটা গাছ, যেটা দেখলে মনে হবে আসল। আর বিশেষ করে বনসাই গাছ অনেকের কাছে স্বপ্নের মতো। কিন্তু এর দাম বেশি হওয়ায় এবং পরিচর্যার ভয়ে অনেকে রাখতে পারেন না। তাই ‘কৃত্রিম বনসাই’ তৈরির উদ্যোগ নেন। তিনি মাটি, তার ও অন্যান্য উপাদান দিয়ে তৈরি করেন এই বনসাই।

স্বাধীন বলেন, একটি প্রতিষ্ঠানের জন্য তিনি ১০টি বনসাই তৈরি করেছেন। তবে এটা বিক্রি করার জন্য না, বিশেষ একজনের অনুরোধে বানিয়েছেন।

বাণিজ্যিকভাবে বানানোর পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তেমন চিন্তা নেই। তবে ব্যাপক সাড়া পেলে চেষ্টা করবেন। 


খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল



from Risingbd Bangla News https://ift.tt/2Rr9rcu

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages