বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

বৃষ্টিতে সোঁদা ঠান্ডা, ঝঞ্ঝা গেলে জমাটি শীত

এই সময় ডিজিটাল ডেস্ক:পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে কোণঠাসা কনকনে শীত। নতুন বছরের তৃতীয় দিন শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার ২৫.৫ ডিগ্রিতে পৌঁছেছে সর্বোচ্চ তাপমাত্রা। শৈত্যপ্রবাহের বালাই নেই রাজ্যের পশ্চিমাঞ্চলেও। শনিবার পর্যন্ত শীতঘুমেই থাকবে শীত। তবে সান্ত্বনা হিসেবে দিনে স্যাঁতসেঁতে ঠান্ডা উপহার দিতে চলেছে প্রকৃতি। ঠিক যেমন আবহাওয়া কলকাতা পেয়েছিল বড়দিনের পর দিন। শুক্রবার সকাল থেকে পুরোপুরি মেঘলা আকাশ। রাজ্যের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে। তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং, সিকিমের উঁচু পাহাড়ে। পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। দোসর একটি ঘূর্ণাবর্ত এবং রাজস্থান থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এদের প্রভাবে উত্তুরে বাতাস অবরুদ্ধ। সমতলে বইছে সোঁদা পুবালি বাতাস। জায়গায় জায়গায় উত্তুরে-পশ্চিমি বাতাসের সঙ্গে দখিনা-পুবালি বাতাসের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে। অক্ষরেখার হাতযশে সেখানকার জলীয় বাষ্প নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে তৈরি হচ্ছে মেঘ, নামছে বৃষ্টি। বছরের প্রথম দিন বৃষ্টি হয়েছিল মালদা, মুর্শিদাবাদ, আসানসোলের কিছু জায়গায়। দ্বিতীয় দিন বৃষ্টি হয় হুগলি, উত্তর ২৪ পরগনার কিছু কিছু এলাকায়। শুক্রবার বৃষ্টির তীব্রতা ও বিস্তার দুই-ই বাড়তে পারে। শনিবার পর্যন্ত বৃষ্টিবাদলার সম্ভাবনা থাকবে। তবে রবিবার থেকে শীত আবার চেনা চরিত্রে ফিরে আসতে পারে। আবহবিদরা জানিয়েছেন, নতুন ঝঞ্ঝার প্রভাবে হিমালয়ের পাহাড়ে ফের তুষারপাত হবে। ঘরের কাছে সিকিম, দার্জিলিংয়ের কিছু জায়গায় আবার বরফে সাদা হয়ে যাবে। ফলে ঝঞ্ঝা সরে যাওয়ার পর আকাশ পরিষ্কার হয়ে গেলেই হিমেল হাওয়ার দাপট বাড়বে। সপ্তাহের শুরুতেই কলকাতার তাপমাত্রা আবার ১২ ডিগ্রির আশপাশে নেমে যাওয়ার জোর সম্ভাবনা।


from Bengali News, Latest Bengali News, Bengali Khabar, Bengali News Headlines, বেঙ্গলি খবর https://ift.tt/2rOje3x

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages