স্বীকৃতি হিসেবে পদক পাচ্ছেন ১১৮ পুলিশ
জ্যেষ্ঠ প্রতিবেদকপুলিশ সপ্তাহের প্রথম দিন ১১৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদক দেয়া হবে। রোববার সকালে প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ করার পর পদকপ্রাপ্তদের ব্যাজ পরিয়ে দেবেন।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়েছে, ২০১৯ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৪ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ২০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’ এবং ৫৬ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) দেওয়া হবে।
এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য- ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’। তারই অংশ হিসেবে রোববার সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সুশৃঙ্খল ও নয়নাভিরাম বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশের এক কর্মকর্তা জানান, এবারের পুলিশ সপ্তাহে বিভিন্ন দাবি তুলে ধরা হবে। তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির পুলিশ কর্মকর্তাদের পদমর্যাদা বৃদ্ধিম বেতন-ভাতা বৃদ্ধি, সরকারি কমর্কতাদের ন্যায় ঋণ সুবিধা, যানবাহন সুবিধা, বিভিন্ন দূতাবাসে পুলিশ কর্মকর্তা নিয়োগসহ ১১টি দাবি তুলে ধরা হবে।
দাবিগুলো প্রধানমন্ত্রী এবং পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে বিশদ আলোচনা হবে। দাবিগুলোর বেশিরভাগই গেল বছরের পুলিশ সপ্তাহের তুলে ধরা হয়। সরকারপ্রধান দ্রুত তা সমাধানের নির্দেশ দিলেও বাস্তবায়ন হয়নি। এ কারণে এগুলো আবার তুলে ধরা হবে বলে জানান তিনি।
ঢাকা/মাকসুদ/সনি
from Risingbd Bangla News https://ift.tt/2MYlaOl
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন