আশা ছাড়ছেন না গার্দিওলা
ক্রীড়া ডেস্কপ্রিমিয়ার লিগে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এভারটনের বিপক্ষে এটি সিটিজেনদের টানা পঞ্চম জয়।
আগের ম্যাচে উলভসের কাছে হারের পর সিটির কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, ‘শিরোপার আশা করছি না আমরা।’ তবে এভারটনকে হারিয়ে সে ভাবনা থেকে সরে এসেছেন সাবেক এই বার্সেলোনা কোচ।
তিনি বলেন, ‘যখন কোনো দল শীর্ষ দলের চেয়ে পয়েন্ট ব্যবধানে বেশ পিছিয়ে থাকে, তখন তারা হাল ছেড়ে দেয়। কিন্তু আমরা এখনো আশা ছাড়ছি না। এ সময় পা হড়কানো যাবে না। আর ছেলেরাও দারুণ খেলছে। আমি আশাবাদী।’
চোটের জন্য টানা দুই ম্যাচ মাঠের বাইরে ছিলেন গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বুধবার এভারটনের বিপক্ষে ফিরেই করেছেন জোড়া গোল।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫১ মিনিটে সিটিকে এগিয়ে দেন জেসুস। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ২২ বছর বয়সি তারকা। জোড়া গোলে এভারটনের বিপক্ষে জেসুসের গোলসংখ্যা দাঁড়াল ৭।
ম্যাচের ৭১ মিনিটে একটি গোল শোধ করে এভারটন। অতিথিদের পক্ষে গোল করেন আরেক ব্রাজিলিয়ান রিচার্লিসন। এভারটনের হয়ে এটি রিচার্লিসনের ২০তম গোল।
এই জয়ে ম্যানচেস্টার সিটি ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটি ১ পয়েন্ট এগিয়ে আছে সিটিজেনদের থেকে। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৫।
ঢাকা/কামরুল/পরাগ
from Risingbd Bangla News https://ift.tt/2ZKxXZL
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন