এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: সনাতনী হিন্দু বিশ্বাস অনুসারে পৌষ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিটি অতি গুরুত্বপূর্ণ। বিশেষত, বৈষ্ণব মতানুসারে এই দিনটি অতি পবিত্র। সোমবার হল সেই দিন, যা সনাতন ধর্মে ‘’ নামে পরিচিত। মনে করা হয়, এইদিনই ভগবান বিষ্ণুর আবাস অর্থাৎ বৈকুণ্ঠের দ্বার উন্মুক্ত হয়। অনেকে মনে করেন এই দিন ভগবান করলে পরম প্রাপ্তি সম্ভব হয়। বৈষ্ণব বিশ্বাস অনুসারে এই দিন উপবাস করে থাকলে মোক্ষলাভ অনিবার্য। সারা ভারতেই বৈকুণ্ঠ একাদশীর দিনটি পালিত হয় স্থিতির পালনকর্তা শ্রীবিষ্ণুকে স্মরণ করে। দক্ষিণ ভারতে এই উৎসব বিশেষভাবে পালন করা হয়। এ ছাড়া দেশের প্রতি বিষ্ণু মন্দিরেই এই দিন হয়ে থাকে বিশেষ পুজো। বিষ্ণুর কৃপায় জাগতিক বন্ধন থেকে মুক্তির আকাঙ্ক্ষায় অগণিত মানুষ এদিন ব্রতধারণ করেন। দক্ষিণ ভারতে বৈকুণ্ঠ একাদশী ‘মুক্কোটি একাদশী’ নামে পরিচিত। তিরুপতি মন্দিরে এবং শ্রীরঙ্গমের শ্রীরঙ্গনাথস্বামী মন্দিরে এদিন বিপুল ভক্ত সমাগম ঘটে। ১. হরে কৃষ্ণ মন্ত্র যপ করুন এই দিনটিতে প্রার্থনা, কীর্তন ইত্যাদির মাধ্যমে ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে। তাই পাপমুক্তি ও মোক্ষের আশায় যপ করুন হরে কৃষ্ণ মন্ত্র। ২. গীতা পাঠ করুন আপনার আশেপাশে ভগবান বিষ্ণু বা তাঁর কোনও অবতারের মন্দির থাকলে সেখানে গিয়ে পুজো করুন। সেই সঙ্গে পাঠ করুন গীতাও। কথিত আছে যে এই শুভ দিনে যে দ্বার দিয়ে বিষ্ণু যাবেন তাঁরা বৈকুণ্ঠ লাভ করেন। আপনার বাড়ির ঠাকুরের বেদিতে যদি বিষ্ণু দেবতা থাকেন সেই স্থান সাজিয়ে রাখুন। ৩. উপবাস করুন যেহেতু এটি একাদশীর দিন উপবাস করে থাকতে হয়, তাই এই বিশেষ দিনে উপবাস করুন। উপবাস কেবল দেহ ও মনের জন্যই উপকারী নয় এর অনেক আধ্যাত্মিক উপকারও রয়েছে। ৪. বিষ্ণুর পুজো করুন এই দিনটিতে বাড়ি বা আশেপাশে যদি ভগবান বিষ্ণুর মন্দির থাকে সেখানে গিয়ে পুজো দিন। আরও পড়ুন:
from Bengali News, Latest Bengali News, Bengali Khabar, Bengali News Headlines, বেঙ্গলি খবর https://ift.tt/2QMD1ZS
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন