দোকান নয়, সিঁধ কেঁটে দোকানিকে চুরি!
বরগুনা প্রতিনিধিদোকানের দড়জা খোলা, কিন্তু ভেতরে নেই দোকানি, ডেকে ডেকে হয়রান ক্রেতা। কোথাও খোঁজ মিলছেনা দোকানির।
অবশেষে দোকানের পেছনে আবিষ্কার হল সিঁধ। চোর সিঁধ কেটেছে, দোকানের কোনো মালামাল নেয়নি, সঙ্গে পাওয়া যাচ্ছে না দোকানিকেও। তবে কি চোর দোকানি নিয়েছে! এই রহস্য জট খোলেনি সন্ধ্যা নাগাদ।
এমন ঘটনা বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাঁধঘাট এলাকার।
স্থানীয়রা জানান, দোকানি সাইফুল ইসলাম শাহজাহান প্রায় দু'বছর ধরে ফার্মেসি ও মুদি ব্যবসা করে আসছেন। ব্যবসার শুরু থেকেই তিনি দোকানে রাতযাপন করেন। শুক্রবার রাতে তার বড় ভাই ফারুক খানের বাড়িতে রাতের খাবার শেষে যথারীতি দোকানে এসে ঘুমিয়ে পড়েন।
শনিবার সকালে স্থানীয় বাসিন্দা মামুন ওষুধ কিনতে আসেন। দরজা খোলা দেখে দোকানি শাহজাহানকে ডাকতে থাকেন। কিন্ত সাড়া না মেলায় তার স্বজনদের খবর দেন। স্বজনরা এসে শাহজাহানকে না পেয়ে দোকানের পিছনে সিঁধ কাটা দেখতে পান।
খবর পেয়ে তাৎক্ষণিক তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দোকানদার শাহজাহানকে উদ্ধার করা যায়নি।
ব্যবসায়ী সাইফুল ইসলাম শাহজাহানের ভাই ফারুক খান বলেন, কেউ শত্রুতা করে আমার ভাইকে অপহরণ করে নিয়ে গেছে। দ্রুত আমার ভাইকে উদ্ধারের দাবি জানাই।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। আশা করি দু-একদিনের মধ্যে আসল রহস্য উদঘাটন করতে পারব।
বরগুনা/রুদ্র/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2QFJbus
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন