হুট করেই বিয়ে করব: সজল
বিনোদন প্রতিবেদকপ্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘জিন’। সিনেমায় নায়ক চরিত্রে দেখা যাবে আব্দুন নূর সজলকে। তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। এ বছর বিশ্ব ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি পাবে বলে নির্মাতা নাদের চৌধুরী জানিয়েছেন।
নতুন বছরের প্রত্যাশা জানতে চাইলে সজল বলেন, ‘২০১৯ সালে খুব বেশি কাজ করিনি। বেছে বেছে পছন্দের কাজগুলো করেছি। দীর্ঘ বারো বছর পর মিউজিক ভিডিওতে মডেল হয়েছি। বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্টকে ঘিরে ঢাকা প্লাটুনের থিম সং করেছি। এছাড়া গত বছরের সবচেয়ে বড় চমক হচ্ছে ‘জীন’ সিনেমায় অভিনয় করা। খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করছি, দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেবন। বছরের শেষে বিগ বাজেটের একটি ওয়েব সিরিজে কাজ করেছি। সব মিলিয়ে বলব উনিশ-বিষ নয়, ২০২০ বেশ ভালোই যাবে।’
তিনি আরো বলেন, ‘ব্যক্তিগত জীবনে এখনও কাউকে জড়াইনি। তবে বলতে পারি- হুট করেই বিয়ে করে ফেলব। তখন সবাইকে জানাব।’
‘রান আউট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সজল। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয়ের কথা থাকলে শেষ পর্যন্ত করেননি। দীর্ঘ পাঁচ বছর পর তাকে এ বছর বড় পর্দায় দেখা যাবে।
ঢাকা/রাহাত/তারা
from Risingbd Bangla News https://ift.tt/35pgyr6
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন