এই সময় ডিজিটাল ডেস্ক: দক্ষিণ শহরতলির নবনির্মিত রাজ্যের দীর্ঘতম সম্প্রীতি ফ্লাইওভারেও কি এ বার ‘ফাটল’? উদ্বিগ্ন প্রশাসন বুধবার দুপুরে তড়িঘড়ি বন্ধ করে দেয় যান চলাচল। কেন এই পরিস্থিতি, কেএমডিএ কৈফিয়ত তলব করেছে ফ্লাইওভার নির্মাণকারী সংস্থা এলঅ্যান্ডটি-র। এ দিন সকালে ফ্লাইওভারের ১২১ ও ১২২ নম্বর স্তম্ভের মাঝে ফাটল নজরে আসতেই জিঞ্জিরাবাজার-বাটানগর এলাকায় উত্তেজনা তৈরি হয়। ব্রিজের মালিক কেএমডিএ। খবর পেয়েই কেএমডিএ-র সিইও অন্তরা আচার্য ব্রিজ নির্মাণকারী সংস্থা এলঅ্যান্ডটি’র কর্তাদের তলব করেন। কেএমডিএ-র ইঞ্জিনিয়ার, ব্রিজ উপদেষ্টা কমিটির সদস্য ও নির্মাণ-সংস্থার কর্তাদের একত্রে পাঠানো হয় পরিদর্শনে। তাঁরা দীর্ঘক্ষণ পরীক্ষা করে মৌখিক ভাবে কেএমডিএ ও স্থানীয় প্রশাসনকে জানান, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এটা ফাটল নয়। ফ্লাইওভারের একটা জয়েন্ট বা সংযোগস্থল বলেই অনুমান। পরিদর্শকরা আজ, বৃহস্পতিবার কেএমডিএকে বিস্তারিত রিপোর্ট দেবেন। তবে জেলা প্রশাসন কোনও ঝুঁকি না নিয়ে দুপুর থেকে ফ্লাইওভারে যান চলাচল বন্ধ করে দেয়। প্রশ্ন উঠেছে, এই ফ্লাইওভারের বয়স মাত্র এক বছর। জিঞ্জিরাবাজার থেকে বাটানগরের মধ্যে সাত কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভার তৈরিতে খরচ হয়েছে ৩৫০ কোটি টাকা। এর ফলে তারাতলা থেকে বাটানগর খুব কম সময়ে পৌঁছনো সম্ভব। প্রশ্ন উঠেছে, এত দ্রুত এই ফ্লাইওভারের অবস্থা এমন হল কেন? কেএমডিএ কর্তারা জানিয়েছেন, বুধবার বিশেষজ্ঞ ও আধিকারিকরা এলাকা ঘুরে এসেছেন। রিপোর্ট দেবেন। তার পর তা বিশেষজ্ঞদের কাছে পেশ করা হবে। আবারও বিশেষজ্ঞরা ফ্লাইওভার দেখতে যাবেন। এটা ফাটল কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া হবে আগে। বিশেষজ্ঞদের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ফ্লাইওভারে যান চালচলের অনুমতি দেওয়া হবে না। উল্টোডাঙা ফ্লাইওভার ও মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর কেএমডিএ আর কোনও ঝঁকি নিতে নারাজ। স্থানীয় মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস বলেন, ‘প্রথম থেকেই আমরা এই ফ্লাইওভারে পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিলাম।’
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali | Eisamay https://ift.tt/2QXjGVP
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন