ইত্যাদি দেখে বাড়ি ফেরা হলো না দাইমুলের
পঞ্চগড় সংবাদদাতাম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ দেখে আর বাড়ি ফেরা হলোনা দাইমুল ইসলাম (৫৩) নামের এক মোটর সাইকেল আরোহীর। এর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো তার।
শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চৈতন্যপাড়ার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাইইমুল পঞ্চগড় পৌর শহরের ডোকরোপাড়ার মৌলবী মুসলিম উদ্দিনের ছেলে। তিনি পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে কম্পিটার অপারেটর পদে কর্মরত ছিলেন।
জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিটিভির দর্শক নন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ উপভোগ করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার পরপরই হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
নাঈম/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2TBhSog
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন