বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

‘স্বপ্নের পিছে ছুটেছি’

‘স্বপ্নের পিছে ছুটেছি’

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিতে শুরুর দিকের সংগ্রামের স্মৃতিচারণ করে কিয়ারা বলেন, যখন সুযোগের জন্য অপেক্ষায় থাকতাম, নিজের মধ্যে খারাপ লাগা তৈরি হতো। কিন্তু আমি আনন্দিত যে হাল ছাড়িনি এবং স্বপ্নের পিছে ছুটেছি। এজন্যই এখন সবকিছু সহজ মনে হচ্ছে। যদি প্রতিভা থাকে তাহলে কেউ তা ছিনিয়ে নিতে পারবে না। 

তিনি আরো বলেন, এখন আমি কাজ উপভোগ করি। আমার মধ্যে আরো ভালো করার অনুপ্রেরণা কাজ করে। যদিও এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। তবে যখন পরিচালকরা কোনো কাজের প্রশংসা করে এবং সেই দৃশ্য বিশ্লেষণ করে তা সত্যিই অনেক অনুপ্রেরণা জোগায়।

গত বছর এই অভিনেত্রীর কবির সিং সিনেমাটি বেশ আলোচিত হয়। এতে শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেন তিনি। বছরের শেষ দিকে মুক্তি পেয়েছে তারগুড নিউজ। এতে আরো অভিনয় করেন অক্ষয় কুমার, কারিনা কাপুর, দিলজিৎ দুসাঞ্জ প্রমুখ। দুটো সিনেমায় বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।

এ বছরও কিয়ারার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। অক্ষয় কুমারের লক্ষ্মী বোম্ব সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া ইন্দু কি জওয়ানি, ভুল ভুলাইয়া-টু ও শেরশাহ সিনেমায় দেখা যাবে তাকে।

 

ঢাকা/মারুফ



from Risingbd Bangla News https://ift.tt/36qgjgv

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages