বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

অভাবও থামাতে পারেনি বিপাশার গান (ভিডিও)

অভাবও থামাতে পারেনি বিপাশার গান (ভিডিও)

বিনোদন প্রতিবেদক

‘বাবার স্বপ্ন ছিল গান গাওয়ার কিন্তু পরিবারের ঘানি টানা আর বাস্তবতার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার সে আশা পূরণ হয়নি। আমার জানামতে বাবার গায়কির মধ্যে যে ভাব আছে তা অতুলনীয়। তার গান যখন শুনি আমি স্তব্ধ হয়ে যাই। মাঝে মাঝে ভাবি এই মানুষটাই কি আমার বাবা? যার কোনো তুলনা হয় না। বাবার যে আশা পূরণ হয়নি, হয়তো আল্লাহ পাক তার ছোট মেয়ের গলায় তুলে দিয়েছে সেই সুর, সেই গান। আমি গান গাইব বাবার জন্য।’—রাইজিংবিডির সঙ্গে আলাপকালে নিজের বাবাকে নিয়ে কথাগুলো বলেন কণ্ঠশিল্পী বিপাশা পারভীন।

দেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম‍্যাজিক বাউলিয়ানা ২০১৯’-এ সেরা দশে রয়েছেন বিপাশা পারভীন। নিজের সেরাটা দিয়ে লড়ে যাচ্ছেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য। গানে হাতেখড়ি প্রসঙ্গে বিপাশা বলেন, ‘গানের শুরুটা বাবার কাছ থেকেই। ছোটবেলায় দেখতাম বাবা বিছানায় শুয়ে শুয়ে গান গাইছেন, আমি পাশে বসে শুনতাম। তার সঙ্গে মিলিয়ে গাইতে গাইতেই গান শেখা।’

কুড়িগ্রাম জেলার রৌমারী থানার মেয়ে বিপাশা পারভীন। বাবার কাছে টুকটাক গান শেখার পর এলাকার ওস্তাদ সোহরাব হোসেনের কাছে গান শিখেন। এলাকার বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত গান গাইতেন তিনি। এসএসসি পাস করে ঢাকায় সংগীত কলেজে ভর্তি হন। বেতার ও টেলিভিশনেও নিয়মিত গান করেন। এছাড়া স্টেজ শোতে নিয়মিত গান করে যাচ্ছেন বিপাশা। অল্প দিনের ক্যারিয়ারে তার হাতে দুইবার জাতীয় পর্যায়ের পুরস্কার উঠেছে। ২০১৫ সালে ভাওয়াইয়া ও লালনগীতি গেয়ে এই পুরস্কার পান তিনি।

গান নিয়েই বিপাশার স্বপ্ন। তার ভাষায়, ‘গান নিয়ে অনেক বড় স্বপ্ন। গান কখনো ছাড়তে চাই না। গানের মধ্যে বেঁচে থাকতে চাই। শুদ্ধ সংগীত নিজের মধ্যে লালন করতে চাই।’

পাঁচ ভাই-বোনের সবার ছোট বিপাশা। অন্য দুই বোনও ভালো গান করেন। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে তাদের আর গান করা হয়ে ওঠেনি। পরিবারের সবার স্বপ্ন একাই পূরণ করছেন তিনি। বিপাশা বলেন, ‘অনেক বাধা-বিপত্তির মধ্য দিয়ে গান শিখতে হয়েছে। এমনো হয়েছে আমি রেওয়াজ করছি এ নিয়ে প্রতিবেশীরা অনেক কথা বলেছেন। এগুলো পার করেই গান করছি।’

এর মধ্যে বিপাশা পারভীন দুটি মৌলিক গানের কাজ শেষ করেছেন। খুব শিগগির গান দুটি প্রকাশ করা হবে বলেও জানান বিপাশা। ‘জিন্দালাশ’ শিরোনামে গানটির কথা লিখেছেন রুহুল আমিন। ‘মাটির ঘর’ গানের কথা লিখেছেন জিয়াউদ্দিন জেইন। মোশাররফ হোসেন সেতুর সংগীত পরিচালনায় গান দুটির সুর করেছেন বিপাশা।

দেখুন:



from Risingbd Bangla News https://ift.tt/2FSkupW

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages