বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

দিলীপ ঘোষের ডিগ্রি ভুয়ো, ফের দাবি সুজনের

এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি জাল বলে ফের একবার দাবি করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সোমবার বাঁকুড়ার এনআরসি, সিএএ, এনআরপি সহ লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক সভায় যোগ দিতে এসে রাজ্য বিজেপির সভাপতিকেই নিশানা করেছিলেন সুজন। সিপিএমের কেন্দ্রীয় কমিটির এই সদস্য দিলীপকে 'আকাট' বলতেও ছাড়েননি। সুজন চক্রবর্তীর কথায়, ' আকাটের মতো কথা বলছেন।' যিনি নিজে ভুয়ো ডিগ্রী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তিনি কী করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জ্ঞান দেন, তা নিয়েও তোপ দাগেন সুজন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'সারা দেশে বিজেপি জবরদস্তি আর স্বৈরাচারী মনোভাব নিয়ে চলছে। কলেজ-বিশ্ববিদ্যালয় 'মুক্ত চিন্তা'র ক্ষেত্র। তা আর থাকছে না!' জেএনইউ সভাপতি ঐশী ঘোষের উপর আক্রমণের তীব্র নিন্দা করে বলেন, 'এই সব সন্ত্রাসবাদী কার্যকলাপের আওতায় পড়ে। মুখ বেঁধে ছাত্রী আবাসে আক্রমণ সে কথাই প্রমাণ করে।' বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে 'অপদার্থ' আখ্যা দিয়ে তাঁর পদত্যাগও দাবি করেন এই সিপিএম নেতা। সুজন জানান, দেশজুড়ে মানুষ এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। ৮ জানুয়ারি সারা দেশে সর্বাত্মক বন্‌ধ পালন করারও আর্জি জানান।


from Bengali News, Latest Bengali News, Bengali Khabar, Bengali News Headlines, বেঙ্গলি খবর https://ift.tt/2FqqsxZ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages