সম্ভ্রম বাঁচাতে অভিনেত্রীর দোতলা থেকে লাফ
বিনোদন ডেস্কভারতীয় টিভি রিয়েলিটি শো বিগ বস। জনপ্রিয় এই শোয়ের ১৩তম সিজন চলছে।
সম্প্রতি বিগ বসের একটি পর্বে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। ‘ছাপাক’ সিনেমার প্রচারে গিয়েছিলেন তিনি। এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালকে নিয়ে এই সিনেমা তৈরি। অনুষ্ঠানে দীপিকার সঙ্গে লক্ষ্মী আগরওয়ালও এসেছিলেন। সেখানে তার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করেন তিনি। এরপর প্রতিযোগীরাও তাদের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বর্ণনা দেন।
বিগ বসের এবারের আসরে প্রতিযোগী হিসেবে আছেন টিভি অভিনেত্রী আরতি সিং। তার আরেক পরিচয় তিনি অভিনেতা-কমেডিয়ান কৃষ্ণা অভিষেকের বোন ও জনপ্রিয় অভিনেতা গোবিন্দর ভাগ্নি।
আরতি সিং জানান, বাড়ির চাকর তাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছিল। তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। সেদিন সম্ভ্রম বাঁচাতে দোতলা থেকে লাফ দিয়েছিলেন তিনি। এর এক বছর পর তার প্যানিক অ্যাটাক হয়। ভয়টি স্থায়ীভাবে মনের মধ্যে ঢুকে যায়। পরবর্তী সময়ে মা ও ভাইয়ের সাহায্যে তিনি এই সমস্যা মোকাবেলা করতে সক্ষম হন।
ঢাকা/মারুফ/তারা
from Risingbd Bangla News https://ift.tt/2tfxVNV
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন