অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ৩
বগুড়া সংবাদদাতাবগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে এক ওয়ান শুটারগান ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার মধ্যরাতে শহরের নবাববাড়ি রোডের আল আমীন মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আরিফ হোসেন ওরফে আরিফ (২০), ওমর ফারুক (২৯) এবং মনিরুজ্জামান ওরফে মনজুর রহমান (৪৫)।
বগুড়া জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী রাইজিংবিডিকে জানান, শুক্রবার রাত প্রায় ১২টার সময় বগুড়া সদর থানাধীন আল আমিন সুপার মার্কেটের পাশ থেকে মোটর সাইকেল চালক পুরান বগুড়া মধ্যপাড়ার আব্দুল মালেকের পুত্র আরিফ হোসেন ওরফে আরিফকে (২০)গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশি করে এক দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
অপর আরেকটি অভিযানে বগুড়া সদর থানাধীন স্টেশন রোডের সামনে থেকে দুশত ইয়াবাসহ বগুড়া সদরের চক লোকমান কলোনির নজরুল ইসলামের পুত্র ওমর ফারুক (২৯) ও মালগ্রাম মধ্যপাড়ার মৃত মাহমুদ আলীর পুত্র মনিরুজ্জামান ওরফে মনজুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া/আখতারুজ্জামান/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2QLPtJ5
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন