বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

ব্যথা কমলেও কৃত্রিম পা লাগাতে দিল না সাহেবরাও, পিছিয়ে এলেন চিকিৎসকরা!

এই সময় ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত পিছিয়ে এলেন চিকিৎসকরা। ব্যথা কমলেও, কৃত্রিম পা লাগাতে দিল না সাহেবরাও। যার ফলে বিশ্বে প্রথমবার বাঘের কৃত্রিম পা লাগানোর অস্ত্রোপচার করা সম্ভব হল না। ২০১২ সালে দু’বছর বয়সে তাড়োবা-আন্ধেরি ব্যাঘ্র প্রকল্প এলাকায় চোরাশিকারিদের পাতা ফাঁদে পড়ে গিয়েছিল সে। এর পর সামনের বাঁ পায়ের থাবার অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বনদফতরের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন। তখন ওই বাঁ পায়ের থাবার অংশটি বাদ দিতে হয়। কিন্তু, যন্ত্রণা কিছুতেই কমছিল না সাহেবরাওয়ের। এর পর থেকে বাঘটিকে নাগপুরের গোরেওয়াড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছিল। গত ছ’বছর ধরেই সেখানেই রাখা হয়েছিল তাকে । ২০১৮ সালে মহারাষ্ট্রের এক অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক সুশ্রুত বাবুলকরের নজরে পরে যায় সাহেবরাও। তখনও তার পায়ে যন্ত্রণা ছিল। আরও পড়ুন: এর পর থেকে তার পায়ের থাবা বদল করার বিষয়ে বনদফতরের সঙ্গে আলোচনা শুরু করেন চিকিৎসক সুশ্রুত বাবুলকর। এই বিষয়ে সহযোগিতা করেন মহারাষ্ট্র অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স বিশ্ববিদ্যালয়ের পশু চিকিৎসক শিরীষ উপাধ্যায়। এরপরেই কৃত্রিম থাবাযুক্ত নতুন পা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু যন্ত্রণা না কমায়, সেই অস্ত্রোপচার করা যাচ্ছিল না। এরপর শনিবার একসঙ্গে দু’টি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই মতো সকালেই সাহেবরাওয়ের অস্ত্রোপচার শুরু হয়। ডাঃ সুশ্রুত বাবুলকর জানিয়েছেন, যে অংশটির জন্য সাহেবরাওয়ের ব্যথা হচ্ছিল, সেই অংশটি এদিন সফলভাবে অস্ত্রোপচার করে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরে কৃত্রিম পা লাগানোর অস্ত্রোপচার করতে দিচ্ছিল না সাহেবরাও। বারবার বাধা দিতে থাকে সাহেবরাও। তখন চিকিৎসকরা দ্বিতীয় অস্ত্রোপচার স্থগিত করার সিদ্ধান্ত নেন। সূত্রের খবর, পরবর্তী সময়ে স্বাস্থ্য দেখে কৃত্রিম পা লাগানোর অস্ত্রোপচার করা হবে। তবে, ব্যথা কমেছ সাহেবরাও-এর। একেবারে সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন:


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3aqzpp5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages