এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার বিকেলে আচমকা আগুন লাগে ডাউন আসানসোল-বর্ধমান ইএমইউ লোকাল ট্রেনে। আগুন দেখে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। জানা গিয়েছে, ট্রেনের প্যান্টগ্রাফ থেকেই বিপত্তি। আগুন লাগার খবর কানে পৌঁছতেই পারাজ স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে দেন চালক। জানা গিয়েছে, আগুনের ফুলকি দেখেই ট্রেনযাত্রীরা ভয়ে ও আতঙ্কে নেমে পড়েন। আগুন যদিও দেখা যায় ট্রেনের ছাদে। আসানসোল থেকে বিকেল ৪-২০ মিনিটে লোকাল ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যে রওনা দেয়। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানান, প্যান্টগ্রাফে গাছের ডাল লেগে বিপত্তি ঘটে। সেই কারণেই ট্রেনের ছাদে আগুন লাগে। তবে, দ্রুত নিভিয়ে ফেলার কারণে ট্রেনটির বা যাত্রীদের কারও কোনও ক্ষতি হয়নি। সবাই সুস্থ আছেন। এদিন লাগার খবরে কৌতূহলীদের ভিড় বাড়ে। অনেকেই প্যান্টোগ্রাপের সঙ্গে কাঠ ফেঁসে যাওয়ার কথা বলেন। কেউ কেউ আগুন লাগার দৃশ্য ক্যামেরাবন্দি করে নেন। আগুন নিভে গেলে, যাত্রীরা ফের ট্রেনে উঠে পড়েন।
from Bengali News, Latest Bengali News, Bengali Khabar, Bengali News Headlines, বেঙ্গলি খবর https://ift.tt/35pEUAJ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন