এই সময় ডিজিটাল ডেস্ক: বাঙালির ক্যালেন্ডারে মানেই পৌষ ও মাঘ মাস। গত কয়েক বছর ধরেই চরিত্র বদলাচ্ছে শীত। পৌষের কটা দিন ছাড়া সে ভাবে পড়ে না বললেই চলে। তা হলে কি শীতের চরিত্রে বদল আসছে? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার মতো শীত বিদায়ের নির্দিষ্ট নির্ঘণ্ট হয় না। তবে জাঁকিয়ে শীত পড়ার মতো পরিস্থিতি আর হবে না বলেই মনে হচ্ছে। তবে, উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। কলকাতা বা পার্শ্ববতী এলাকাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। রবিবার শহরেরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তবে কলকাতার উপকণ্ঠে ব্যারাকপুরের ১২.৯ ডিগ্রি। গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে কলকাতার তুলনায় ঠান্ডা কিছুটা বেশি রয়েছে। হাওয়া অফিসের খবর, এ দিন শ্রীনিকেতন ১৩ ডিগ্রি, পুরুলিয়া ১৪ ডিগ্রি, বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছিল। উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সের জেলাগুলিতেও আহামরি ঠান্ডা নেই। আরও পড়ুন: আবহবিদদের মতে, এ বছর যে শীতের মেজাজ দুর্বল থাকবে তা আগেভাগেই বলা হয়েছিল। যদিও শীতের মেজাজ যে একেবারে দুর্বল তা বলা চলে না। বরং আবহবিজ্ঞানী ও পরিবেশবিদদের একাংশ বলছেন, শীতের চরিত্রে খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। আচমকা দু’দিনের শীতে রেকর্ড ঠান্ডা পড়ছে। তার পরেই এক লাফে তরতরিয়ে পারদ চড়ছে। এ বার দিল্লিতে ১১৮ বছরের রেকর্ড ভেঙেছে। আবহাওয়া দফতর শনিবার জানিয়েছে, নতুন পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে রবিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার হাল্কা বৃষ্টি হতে পারে কলকাতাতেও। রবিবার থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা হতে পারে। তাতে দিনের তাপমাত্রা অন্তত এক ডিগ্রি কমার সম্ভাবনা। অবশ্য আগামী এক সপ্তাহের মধ্যে রাতের ঠান্ডা ফেরার কোনও সম্ভাবনা নেই। আরও পড়ুন:
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2v0NHg1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন