এই সময় ডিজিটাল ডেস্ক: খাতায়-কলমে বয়স ৯৭ বছর হলেও মনের দিক থেকে তিনি এখনও তরুণী। আর তেমনই তাঁর কাজের উদ্যম। সেই কারণেই ৯৭ বছর বয়সেও গ্রাম প্রধান পদের লড়াইয়ে দাঁড়াতে দ্বিতীয়বার ভাবেননি রাজস্থানের বিদ্যা দেবী। তাঁর এই উদ্যমকে কুর্নিশ করে ভোটও দিয়েছেন মানুষ। শুক্রবারের ফলাফল বলছে, রাজস্থানের সিকার জেলার পুর্নাবাস গ্রাম পঞ্চায়েতের ভোটে জয় পেয়েছেন বিদ্যা দেবীই। নিকটতম প্রতিদ্বন্দ্বী আরতি মিনাকে ২০৭ ভোটে হারিয়েছেন তিনি। ভোটের ফলাফল শুনে কার্যতই খুশি বিদ্যা দেবী। তাঁর কথায়, ‘আমার শরীর-স্বাস্থ্য একেবারে ঠিকঠাক। রোজ বেশ কয়েক কিলোমিটার হেঁটে যাতায়াত করি। পঞ্চায়েতে দায়িত্ব পেলে বিধবাদের পেনশন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। সব বাড়িতে জলের জোগান নিশ্চিত করার ব্যবস্থা করব। আর রাস্তা বানানো এবং চারপাশের স্বচ্ছতাকে গুরুত্ব দেবে।’ পঞ্চায়েত ভোটে জিতেছেন ১৮ বছর আগে পাকিস্তান থেকে রাজস্থানে আসা নীতা কৌরও। ২০০১ সালে পাকিস্তান থেকে যোধপুরে, নিজের কাকার বাড়িতে আসেন নীতা। ২০০৫ সালে স্নাতক। ২০১১-এর ফেব্রুয়ারিতে নটওয়াড়ায় বিয়ে হয় নীতার। ২০১৯-এর সেপ্টেম্বরে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তি, আর তার পরই ভোটে লড়ার সিদ্ধান্ত। প্রথমবার জেতার পর মনপ্রাণ দিয়ে উন্নয়নের কাজ করতে চান নীতা। আরও পড়ুন:
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2TEOjCm
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন